কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
A
কথ্য ভাষা
B
লেখ্য ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
উত্তরের বিবরণ
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল।
"সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত। রাজা রামমোহন রায় তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।
0
Updated: 1 month ago
ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
Created: 2 months ago
A
সাধুরীতি
B
কথ্যরীতি
C
লেখ্যরীতি
D
চলিত রীতি
বাংলা ভাষার প্রধানত দুটি রীতি আছে— সাধু রীতি ও চলিত রীতি।
-
সাধু রীতি → নির্দিষ্ট ব্যাকরণ, ধ্রুপদী রূপে বাঁধা। এটি পরিবর্তনশীল নয়।
-
কথ্য রীতি → মুখের ভাষা, তবে এর মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন আসে না।
-
লেখ্য রীতি → সাধারণভাবে লিখিত ভাষার ধরন, এটি স্থায়ীভাবে ব্যাকরণ ও গঠনের ওপর নির্ভরশীল।
-
চলিত রীতি → সময় ও সমাজের প্রভাবে পরিবর্তনশীল। এর ব্যবহার মানুষ ও যুগভেদে বদলায়। আধুনিক বাংলা সাহিত্যে ও দৈনন্দিন জীবনে এটি বেশি প্রচলিত এবং পরিবর্তনশীল রূপ।
তাই চলিত রীতি হলো পরিবর্তনশীল ভাষার রীতি।
0
Updated: 2 months ago
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
Created: 4 weeks ago
A
সাধুরীতি
B
চলিতরীতি
C
কথ্যরীতি
D
বানানরীতি
চলিতরীতি হলো তদ্ভব শব্দ বহুল। চলিতরীতির অনেকগুলো বৈশিষ্টের মধ্যে এটি অন্যতম। আরও কিছু বৈশিষ্ট হলো- ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
খ) এ রীতি তদ্ভব শব্দবহুল। গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী । ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।
0
Updated: 4 weeks ago
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
Created: 2 months ago
A
আঞ্চলিক
B
উপভাষা
C
লেখ্য
D
কথ্য
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। ১. মৌখিক বা কথ্য ২. লৈখিক বা লেখ্য রূপ। ভাষার মৌখিক রূপের আবার একাধিক রীতি: একটি চলিত কথ্য রীতি আরেকটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও দুইটি রূপ আছে: একটি চলিত রীতি ও অপরটি সাধু রীতি।
0
Updated: 2 months ago