Assert :: Dissent
A
Affirm : Object
B
Reject : Disapprove
C
Acknowledge : Recognize
D
Endorse : Ratify
উত্তরের বিবরণ
প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর বিশ্লেষণ অনুযায়ী, সঠিক উত্তর হলো Affirm : Object।
শব্দগুলোর অর্থ:
-
Assert: (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা
-
Dissent: ভিন্নমতাবলম্বন করা; অনুমোদন করতে অস্বীকার করা
সঠিক জোড়ার অর্থ:
-
Affirm: দৃঢ়ভাবে ঘোষণা করা
-
Object: আপত্তি করা
অর্থাৎ, এই শব্দজোড়াগুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Reject – Disapprove: বাতিল করা, প্রত্যাখ্যান করা; অনুমোদন না করা
-
Acknowledge – Recognize: স্বীকার করা, মেনে নেওয়া; স্বীকৃতি দেওয়া, চিনতে পারা
-
Endorse – Ratify: অনুমোদন করা, সমর্থন করা; (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা
সুতরাং, সম্পর্ক অনুযায়ী সঠিক জোড়া হলো: Affirm : Object
উৎস:

0
Updated: 22 hours ago
"The old order changeth, yielding place to new" - This line is created by -
Created: 1 week ago
A
Alfred Tennyson
B
John Milton
C
Matthew Arnold
D
Robert Browning
Morte d'Arthur (Poem)
-
রচনা: Alfred Tennyson
-
Theme: Loyalty & chivalry; Knights-এর জীবন ও আনুগত্য।
-
সূচনা: Arthur-এর শেষ যুদ্ধে আহত অবস্থায়, Sir Bedivere-এর সঙ্গে।
-
Famous line: "The old order changeth, yielding place to new"
Alfred Tennyson
-
English poet, chief representative of Victorian age।
-
বিখ্যাত কবিতা: The Lotos Eaters, Morte d'Arthur, Tithonus, Ulysses, In Memoriam, The Charge of the Light Brigade
Morte d'Arthur (Prose)
-
রচনা: Sir Thomas Malory
-
প্রথম English prose version of Arthurian legend।

0
Updated: 1 week ago
Anna Karenina belongs to -
Created: 2 days ago
A
Russian Literature
B
American Literature
C
French Literature
D
German Literature
Anna Karenina হলো Russian Literature-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা Leo Tolstoy রচিত। এটি ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয়। প্রধান চরিত্রসমূহ হলো Anna, Aleksey Karenin, এবং Vronsky।
সারসংক্ষেপ:
-
Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার স্বামী Aleksey Karenin একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অভিজাত বংশের সন্তান।
-
Anna অভিসারে লিপ্ত হয় তরুণ ও চৌকষ সেনা অফিসার Vronsky-এর সঙ্গে।
-
উপন্যাসে প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় পরিণতির গল্প ফুটে ওঠে।
-
Anna-এর স্বামী Aleksey লোকলজ্জার কারণে বিষয়টি মেনে নিতে চায়, কিন্তু Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে এবং পালিয়ে যায় প্রেমিক Vronsky-এর সঙ্গে। এক পর্যায়ে সে প্রেমিককেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
-
উপন্যাসের শেষে Anna ট্রেনের সামনে আত্মাহুতি দেয়।
লেখক পরিচিতি:
-
পূর্ণ নাম: Lev Nikolayevich, Graf (count) Tolstoy
-
জন্ম: ১৮২৮ সালে রাশিয়ায়
-
তিনি বাস্তবধর্মী সাহিত্য (realistic fiction)-এর মাস্টার এবং বিশ্বের অন্যতম মহান ঔপন্যাসিক।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
War and Peace (1865–69)
-
Anna Karenina (1875–77)
-
The Death of Ivan Ilyich (1886)
Source:

0
Updated: 2 days ago
Find the odd-one-out -
Created: 3 weeks ago
A
The Bluest Eye
B
Sula
C
As I Lay Dying
D
A Mercy
প্রশ্ন: উল্লিখিত অপশনগুলোর মধ্যে “Odd one” কোনটি?
-
উত্তর: As I Lay Dying
ব্যাখ্যা:
-
অন্য তিনটি সাহিত্যকর্ম—The Bluest Eye, Sula, এবং A Mercy—রচয়িতা আমেরিকান লেখিকা Toni Morrison।
-
As I Lay Dying একটি উপন্যাস, যা লিখেছেন William Faulkner এবং প্রকাশিত হয়েছে ১৯৩০ সালে।
As I Lay Dying সংক্ষেপে:
-
উপন্যাসটির ঘটনা ঘটে কল্পিত Yoknapatawpha কাউন্টি, Mississippi, USA-তে।
-
গল্পটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে ভাগাভাগি এবং ইন্টারকাটেড ন্যারেশনের মাধ্যমে বলা হয়েছে।
-
মূল চরিত্ররা:
-
Addie Bundren (প্রধান চরিত্র)
-
Anse (Addie-এর স্বামী)
-
Cash, Darl, Vardaman (ছেলেরা)
-
Dewey Dell (মেয়ে)
-
Jewel (Addie-এর অবৈধ সন্তান)
-
-
গল্পের মূল থিম: Addie-এর মৃত্যুর পর তার পরিবার তার ইচ্ছামতো তাকে জন্মস্থান কবরস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের ভাগ্য তুলে ধরা হয়।
লেখক সম্পর্কে তথ্য:
-
William Cuthbert Faulkner ছিলেন আমেরিকান সাহিত্যিক।
-
জন্ম: ১৮৯৭, New Albany, Mississippi, USA
-
১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস:
-
The Sound and the Fury
-
As I Lay Dying (১৯৩০)
-
Light in August
-
Absalom, Absalom!
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago