Shelley's "Ozymandias" is a/an -
A
sonnet
B
elegy
C
dramatic monologue
D
novel
উত্তরের বিবরণ
Ozymandias হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা। এটি একটি Sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার শিরোনামে ব্যবহৃত Ozymandias আসলে ফারাও রামেসেস দ্বিতীয়ের (Ramesses II) গ্রিক নাম। মূলত এটি প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসককে নির্দেশ করে। কবিতার মূল বক্তব্য হলো— একচ্ছত্র ক্ষমতা ক্ষণস্থায়ী; যতই শাসক ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন, তার প্রভাব-প্রতাপ সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়।
P.B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর উচ্ছ্বসিত অন্বেষণ ধীরে ধীরে প্রকাশ্য কর্মকাণ্ড থেকে সরে এসে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত।
Shelley-এর উল্লেখযোগ্য রচনা
Poem:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:

0
Updated: 22 hours ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
The play Murder in the Cathedral is based on the death of —
Created: 6 days ago
A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)

0
Updated: 6 days ago
'Lyrical Ballads' was a collaborative work between which two poets?
Created: 1 month ago
A
William Blake & Samuel Johnson
B
Alfred Tennyson & Robert Browning
C
William Wordsworth & John Milton
D
Samuel Taylor Coleridge & William Wordsworth
‘Lyrical Ballads’ (১৭৯৮) ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা কাব্যগ্রন্থ, যা যৌথভাবে রচনা করেছিলেন Samuel Taylor Coleridge এবং William Wordsworth। গ্রন্থটি সাধারণ মানুষের জীবন ও অনুভূতিকে সরল ভাষায় উপস্থাপন করে, যা তখনকার প্রচলিত সাহিত্যের ধারা থেকে ভিন্ন। এতে মোট ২৩টি কবিতা ছিল—১৯টি Wordsworth-এর এবং ৪টি Coleridge-এর।
উত্তর: ঘ) Samuel Taylor Coleridge & William Wordsworth

0
Updated: 1 month ago