‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
গোমতি
B
কৃষ্ণবেণী
C
কাবেরী
D
সবগুলো
উত্তরের বিবরণ
গঙ্গা শব্দের সমার্থক শব্দ হলো - ভাগীরথী,গোমতি,কাবেরি কৃষ্ণবেণী,শিবপত্নী,পিনাকিনী,কাবেরী। তাই উওর সবগুলো হবে

0
Updated: 23 hours ago
অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
জলধি
B
গগন
C
পানি
D
অবনি
জলধি- সাগর, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি। গগন- আকাশ, আসমান, অম্বর, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ।
অবনী- পৃথিবী, ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল। অম্বু- পানি, জল, বারি, সলিল, উদক, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় ।

0
Updated: 2 weeks ago
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 23 hours ago
A
অম্বুদ
B
ভূ-ধর
C
শূন্য
D
নীর
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ ‘অম্বুদ’। ‘ভূধর’, ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ। ‘শূন্য’, ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ। ‘নীর’, ‘জল/পানি’ শব্দের সমার্থক শব্দ। ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ – জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

0
Updated: 23 hours ago
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
Created: 4 weeks ago
A
কলাপী
B
বর্হিণ
C
মৃগরাজ
D
কোনোটিই নয়
‘সাপ’ শব্দের সমার্থক:
-
সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ
‘সিংহ’ শব্দের সমার্থক:
-
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
‘ময়ূর’ শব্দের সমার্থক:
-
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সঠিক উত্তর: কোনোটিই নয়।

0
Updated: 4 weeks ago