ভুল বানান কোনটি?
A
নতিপত্র
B
মুহূর্ত
C
সর্বস্বান্ত
D
ত্রিনয়ন
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ এবং এর শুদ্ধ রূপ হলো নথিপত্র।
অর্থ:
-
কোনো বিষয়ে একসঙ্গে সংরক্ষিত কাগজপত্র; দলিল বা দস্তাবেজ।
উৎস:

0
Updated: 23 hours ago
অর্থানুসারে শব্দ কত প্রকার?
Created: 1 month ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
অর্থানুসারে শব্দ ৩ প্রকার। যথা: ১. যৌগিক শব্দ, ২. রূঢ়ি শব্দ ও ৩. যোগরূঢ় শব্দ।

0
Updated: 1 month ago
কোনটি গোবিন্দদাসের উপাধি?
Created: 4 weeks ago
A
কবিরাজ
B
কবিকঙ্কণ
C
কবীন্দ্র
D
ক ও গ উভয়ই
গোবিন্দদাস
-
বৈষ্ণব পদকর্তা
-
জন্ম: পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রাম
-
শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে বৈষ্ণবপদ রচনায় খ্যাতি অর্জন
-
কাব্যগুরু: বিদ্যাপতি (মিথিলার কবি)
-
বিদ্যাপতির ভাবশিষ্য
-
উপাধি: ‘কবীন্দ্র’, ‘কবিরাজ’ (শ্রীজীব গোস্বামী প্রদত্ত)
অন্য তথ্য
-
রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি প্রদান করেন

0
Updated: 4 weeks ago
'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা করেন কে?
Created: 1 week ago
A
দীনেশচন্দ্র সেন
B
বসন্তরঞ্জন রায়
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
চন্দ্রকুমার দে
✦ মৈমনসিংহ গীতিকা
সংজ্ঞা:
-
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগান ও পালাগানের সমষ্টিকে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
সংগ্রাহক:
-
চন্দ্রকুমার দে (ময়মনসিংহ নিবাসী)
-
উদ্যোগ: অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন (কলকাতা বিশ্ববিদ্যালয়)
প্রকাশনা:
-
সম্পাদনা: দীনেশচন্দ্র সেন
-
প্রকাশকাল: ১৯২৩ সাল
-
প্রকাশক: কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্বজনীনতা:
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
অন্তর্ভুক্ত গীতিকা ও রূপকথা (মোট ১০টি):
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা

0
Updated: 1 week ago