যাযাবর’ কোন লেখকের ছদ্মনাম?
A
বিমল ঘোষ
B
বালাইচাঁদ মুখোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
বিমল মিত্র
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর
-
বিমল ঘোষ – ছদ্মনাম: মৌমাছি
-
বালাইচাঁদ মুখোপাধ্যায় – ছদ্মনাম: বনফুল
-
বিমল মিত্র – ছদ্মনাম: জাবালি
আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা
-
সমরেশ বসু – কালকূট
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী
উৎস:
0
Updated: 1 month ago
ভুসুকুপা রচিত কতটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে?
Created: 2 months ago
A
নয়টি
B
আঁটটি
C
এগারোটি
D
দশটি
ভুসুকুপা
-
চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
চর্যাপদে তাঁর ৮টি পদ সংরক্ষিত
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
ভুসুকুপা নামটি সম্ভবত ছন্দের নাম
-
সময়কাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ; শেষ সীমা প্রায় ৮০০ খ্রিস্টাব্দ
-
ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬) এ সময় তিনি জীবিত ছিলেন
0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
Created: 3 weeks ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
সংবাদ প্রভাকর
D
সমকাল
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা। এটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক আন্দোলনের সূচনা কেন্দ্র, যা ভাষার রূপান্তর ও আধুনিকতার পথে নতুন দিগন্ত উন্মোচন করে।
সবুজপত্র সম্পর্কে মূল তথ্যসমূহ:
-
সম্পাদক: প্রমথ চৌধুরী
-
প্রথম প্রকাশ: ১৯১৪ খ্রিস্টাব্দে, বাংলা ১৩২১ সালের বৈশাখ মাসে
-
গুরুত্ব: বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার ভূমিকা অনন্য।
-
অবদান: সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা করে বাংলা ভাষাকে করে তোলে আরও স্বাভাবিক ও সাবলীল।
-
রবীন্দ্রনাথের সম্পৃক্ততা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত রীতির সহজতা ও স্বাচ্ছন্দ্য অনুধাবন করেন এবং পরবর্তীতে তাঁর লেখাতেও এই রীতির ব্যবহার দেখা যায়।
-
প্রভাব: সাহিত্য অঙ্গনে ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি প্রভাবশালী সাহিত্যিক গোষ্ঠীর জন্ম দেয়, যা বাংলা সাহিত্যের আধুনিক ধারাকে এগিয়ে নিয়ে যায়।
0
Updated: 3 weeks ago
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
Created: 4 weeks ago
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার
0
Updated: 4 weeks ago