’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
হাসান হাফিজুর রহমান
D
শামসুর রাহমান
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, যিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাব্যের মূল লক্ষ্য ছিল মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফররুখ আহমদ হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার এবং পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:
0
Updated: 1 month ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
পার্বতী
B
অচলা
C
কিরণময়ী
D
বিজয়া
চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বহুল আলোচিত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। প্রথা-বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্কের জটিলতা এতে গভীরভাবে ফুটে উঠেছে। শিরোনামের মতোই উপন্যাসটি মূলত সমাজের দৃষ্টিভঙ্গি ও "চরিত্র" শব্দের প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করেছে।
-
উপন্যাসে চারটি নারী চরিত্র রয়েছে: সাবিত্রী, কিরণময়ী, সুরবালা ও সরোজিনী।
-
প্রধান দুই নারী চরিত্র সাবিত্রী ও কিরণময়ী—দুজনের বিরুদ্ধেই ‘চরিত্রহীন’ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য হলো প্রতিটি নারী চরিত্রের স্বভাব, মানসিকতা ও জীবনধারা সম্পূর্ণ ভিন্ন।
চরিত্রগুলোর সংক্ষিপ্ত বর্ণনা:
-
সাবিত্রী: বিশুদ্ধ চরিত্রের প্রতীক। সতীশের প্রতি অনুগত ও একনিষ্ঠ প্রেমিকা।
-
সুরবালা: উপেন্দ্রনাথের তরুণী স্ত্রী। ধর্মগ্রন্থে অন্ধবিশ্বাসী হওয়ায় তার ব্যক্তিত্ব বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত।
-
সরোজিনী: পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অগ্রসরচিন্তার অধিকারী। কিন্তু পরিবার ও কঠোর মায়ের কারণে জীবনে দমবন্ধ অবস্থা। শেষপর্যন্ত সে সতীশকে বিয়ে করে।
-
কিরণময়ী: উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। তরুণ, সুন্দরী ও বুদ্ধিমতী। তার আবেগ-আকাঙ্ক্ষা সবসময় দমন করা হয় স্বামী ও শাশুড়ির দ্বারা।
অন্যদিকে:
-
গৃহদাহ উপন্যাসের চরিত্র: অচলা, মহিম, সুরেশ।
-
দত্তা উপন্যাসের চরিত্র: বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী।
-
দেবদাস উপন্যাসের চরিত্র: দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল, ধর্মদাস।
0
Updated: 1 month ago
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
Created: 1 month ago
A
কৃষ্ণকুমারী
B
শর্মিষ্ঠা
C
রত্নাবতী
D
বজ্রাঙ্গনা কাব্য
রত্নাবতী – মীর মশাররফ হোসেনের রচিত গদ্যগ্রন্থ।
মাইকেল মধুসূদন দত্ত
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম
-
পেশা: মহাকবি, নাট্যকার
-
কাব্যপ্রবর্তক: বাংলাভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
-
গুরুত্বপূর্ণ কৃতিত্ব:
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: ‘পদ্মাবতী’ নাটকে
-
প্রথম অমিত্রাক্ষর কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি
-
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী
-
কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), চতুর্দশপদী কবিতাবলী
-
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ
-
0
Updated: 1 month ago
কাজী নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
রিক্তের বেদন
B
শিউলিমালা
C
ব্যথার দান
D
বাউন্ডেলের আত্মকাহিনী
ব্যথার দান গল্পগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এতে মোট ছয়টি গল্প সংকলিত হয়। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
গ্রন্থভুক্ত গল্পগুলো
-
ব্যথার দান
-
হেনা
-
অতৃপ্ত কামনা
-
বাদল-বরিষণে
-
ঘুমের ঘোরে
-
রাজবন্দীর চিঠি
কাজী নজরুল ইসলাম
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
বিখ্যাত গল্পগ্রন্থগুলো
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
0
Updated: 1 month ago