’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
হাসান হাফিজুর রহমান
D
শামসুর রাহমান
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, যিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। তাঁর কাব্যের মূল লক্ষ্য ছিল মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন এবং জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ এবং আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ফররুখ আহমদ হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার এবং পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:

0
Updated: 23 hours ago
'শর্মিষ্ঠা' নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
Created: 1 week ago
A
বেন জনসন
B
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C
লর্ড বাইরন
D
কোনোটিই নয়
‘শর্মিষ্ঠা’ নাটক
‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
রাজাদের অর্থানুকূল্যে নাটকটি ১৮৫৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
পাশ্চাত্য রীতিতে বাংলা নাটক রচনার প্রথম সফলতা এই নাটকের মাধ্যমে দেখা যায়।
মধুসূদন পরবর্তীতে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
নাটকের কাহিনি পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ
শর্মিষ্ঠা
পদ্মাবতী
কৃষ্ণকুমারী

0
Updated: 1 week ago
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
Created: 5 days ago
A
ষোড়শ
B
তন্বী
C
নায়ক
D
পবিত্র
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
নিচে কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- আ + পদ = আস্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।
অন্যদিকে,
- তন্বী = তনু + ঈ
- নায়ক =নৈ+ অক,
- পবিত্র = পো + ইত্র।
- শব্দগুলো স্বরসন্ধির উদাহরণ।

0
Updated: 5 days ago
হাইফেন কোথায় বসে?
Created: 1 day ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।

0
Updated: 1 day ago