কোনটি নামধাতুর উদাহরণ?
A
চল্
B
ঘুমা
C
পড়্
D
কর্
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ধাতুর বিভিন্ন রূপের মধ্যে নাম ধাতু এবং মৌলিক ধাতু গুরুত্বপূর্ণ। এদের ব্যাখ্যা নিম্নরূপ—
-
নাম ধাতু
বিশেষ্য, বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করলে যে নতুন ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলে।
উদাহরণ:-
ঘুম্ → ঘুমা → সে ঘুমাচ্ছে
-
ধমক্ → ধমকা
-
-
মৌলিক ধাতু
যে ধাতুগুলিকে বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকেই মৌলিক ধাতু বলা হয়। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
উদাহরণ: চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।
উৎস:

0
Updated: 23 hours ago
‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Created: 1 week ago
A
কানা ছেলের নাম পদ্মলোচন
B
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
C
অসারের তর্জন-গর্জন সার
D
আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।

0
Updated: 1 week ago
'লাইলী মজনু' কাব্যের মূল উপাখ্যান কোন দেশের?
Created: 1 month ago
A
পাকিস্থান
B
ইরান
C
ইরাক
D
শামদেশ
লায়লী মজনু
-
লায়লী মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান।
-
রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে—আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালের মধ্যে, আর মুহম্মদ শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
-
এটি পারস্যের কবি জামি-এর লায়লী ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
-
কাব্যের উপাখ্যানের দেশ ইরান।
-
এতে আধ্যাত্মিকতার তুলনায় মানবিক প্রবৃত্তি বেশি প্রাধান্য পেয়েছে।
-
কাহিনির প্রধান চরিত্র আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

0
Updated: 1 month ago
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন—
Created: 1 month ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
রামনারায়ণ তর্করত্ন
D
রাজা রামমোহন রায়
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়। তিনি ইংরেজিতে ১৮২৬ সালে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে ১৮৩৩ খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।

0
Updated: 1 month ago