A
জড় বস্তু
B
প্রাণী
C
উদ্ভিদ
D
অণুজীব
উত্তরের বিবরণ
ব্যাকটেরিয়া হলো আদিম, এককোষী অণুজীব। ১৯৭৫ সালে অ্যান্থনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ব্যাকটেরিয়া লম্বা, গোলাকার, পেঁচানো ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। এর আকারের উপর ভিত্তি করে একে চার ভাগে বিভক্ত করা হয়েছে: (১) ককাস, (২) ব্যাসিলাস, (৩) স্পাইরিলাম এবং (৪) কমা আকৃতি।

0
Updated: 2 months ago