’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
A
দিবা রাত্রি ঘুমায় যে
B
অবহেলায় দিন কাটায় যে
C
অবজ্ঞায় নাক উঁচু করে যে
D
অলসতায় সময় কাটায় যে
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ এবং এটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির অর্থ হলো—
-
অবজ্ঞাভরে নাক উঁচু করে এমন
-
দাম্ভিক
-
সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন
-
খুঁতখুঁতে
-
ঘ্রাণ গ্রহণে আগ্রহী
উৎস:
0
Updated: 1 month ago
'Hand Out'- এর সঠিক বাংলা পরিভাষা কী?
Created: 2 months ago
A
প্রচারপত্র
B
জ্ঞাপনপত্র
C
হস্তপত্র
D
তথ্যপত্র
ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
-
Hand out → জ্ঞাপন-পত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
উৎস: ভাষা ও শিক্ষা
0
Updated: 2 months ago
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
গৌরাঙ্গ
B
সুশ্রী
C
উজ্জ্বল
D
সরস
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো উজ্জ্বল। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
শ্যামল: গৌরাঙ্গ
-
সুশ্রী: কুশ্রী / বিশ্রী
-
সরস: নীরস
উৎস:
0
Updated: 1 month ago
'উলুবনে মুক্ত ছড়ানাে' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
Created: 1 month ago
A
প্রবাদ-প্রবচন
B
এককথায় প্রকাশ
C
ভাবসম্প্রসারণ
D
বাক্য সংকোচন
প্রবাদ-প্রবচন হলো এমন সংক্ষিপ্ত উক্তি যা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত গভীর জীবনসত্যকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়। এই ধরনের উক্তি সাধারণত সামাজিক বা নৈতিক শিক্ষার প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়।
প্রধান উদাহরণগুলো হলো:
-
অতি ভক্তি চোরের লক্ষণ – বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
-
উলুবনে মুক্তা ছড়ানো – অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
-
ধর্মের কল বাতাসে নাড়ে – গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
-
লঘু পাপে গুরু দণ্ড – অপরাধের তুলনায় অধিক সাজা।
-
গরিবের ঘোড়া রোগ – অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।
0
Updated: 1 month ago