বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্য অলংকৃত করার জন্য
উত্তরের বিবরণ
বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি। অনেক সময় আবেগ প্রকাশ করি।
কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।

0
Updated: 1 day ago
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Created: 1 week ago
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 1 week ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 month ago
A
দাড়ি (।)
B
কোলন (:)
C
সেমিকোলন (;)
D
ড্যাস (-)

0
Updated: 1 month ago
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ধাতু বোঝাতে
B
অর্থমূলক
C
ব্যাখ্যামূলক
D
উৎপন্ন বোঝাতে
সাহিত্যিক লেখায় বন্ধনী চিহ্ন (যেমন, ()) সাধারণত বিশেষ তথ্য, ব্যাখ্যা, মন্তব্য বা পরিসংখ্যান যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা মূল বক্তব্যকে সমর্থন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে।

0
Updated: 1 month ago