‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
পিক
B
ধেনু
C
বিভব
D
অম্বু
উত্তরের বিবরণ
পরভৃত এর সমার্থক শব্দ হলো - কোকিল, পিক, কাকপুষ্ট, অন্যপুষ্ঠ, কলকন্ঠ ইত্যাদি। কাক এর সমার্থক শব্দ হলো - বায়স, পরভৃৎ ইত্যাদি।
0
Updated: 1 month ago
'ইচ্ছা' এর প্রতিশব্দ—
Created: 1 month ago
A
পুলক
B
আহ্লাদ
C
পরিতোষ
D
বাঞ্ছা
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।
0
Updated: 1 month ago
‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শৈল
B
উৎপন্ন
C
সুবর্ণ
D
কুসুম
'পঙ্কজ' শব্দের সমার্থক শব্দ হলো - পদ্ম, উৎপল, কমল, কুমুদ, অরবিন্দ, শতদল, নলিনী ইত্যাদি।
0
Updated: 1 month ago
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বন'
Created: 1 month ago
A
সরোজ
B
কান্তার
C
পাদপ
D
অরবিন্দ
বন, পদ্ম ও বৃক্ষ শব্দগুলোর সমার্থক শব্দগুলো整理 করা হলো।
-
বন
-
সমার্থক শব্দ: অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী
-
-
পদ্ম
-
সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
-
-
বৃক্ষ
-
সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
-
0
Updated: 1 month ago