‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
জগদ্দল পাথর
D
ঢাকের বায়া
উত্তরের বিবরণ
চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা " যা কখন ও শেষ হয় না এটা বোঝানো হয়েছে।

0
Updated: 1 day ago
নিচের কোনটি নিত্য সমাস?
Created: 1 week ago
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালমন্দ
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল = বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।

0
Updated: 1 week ago
নীলাম্বর কোন সমাস?
Created: 1 week ago
A
দ্বন্দ্ব
B
তৎপুরুষ
C
কর্মধারয়
D
অব্যয়ীভাব
এখানে "নীল" দ্বারা "আম্বর" (পোশাক বা আকাশ) বিশেষিত হচ্ছে। বিশেষণ এবং বিশেষ্যের মধ্যে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান, তা কর্মধারয় সমাস। নীলাম্বর শব্দটি দুইটি পদ নিয়ে গঠিত: নীল (নীল রঙ) আম্বর (পোশাক বা আকাশ)

0
Updated: 1 week ago
‘মৌমাছি’ কোন সমাস?
Created: 1 week ago
A
কর্মধারয় সমাস
B
বহুব্রীহি সমাস
C
দ্বিগু সমাস
D
অব্যয়ীভাব সমাস
'মৌমাছি' কর্মধারয় সমাস (মৌ সংগ্রহকারী মাছি)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট= শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।

0
Updated: 1 week ago