সমাস শব্দের অর্থ কী?
A
সংক্ষেপণ
B
সমন্বয়
C
দুর্বোধ্য
D
ভাষান্তরকরণ
উত্তরের বিবরণ
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।
0
Updated: 1 month ago
‘কালসাপ’ কোন সমাস?
Created: 1 month ago
A
নিত্য সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
বহুব্রীহি সমাস
D
কর্মধারয় সমাস
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
0
Updated: 1 month ago
কোন শব্দে সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে?
Created: 4 weeks ago
A
কৃপণতা
B
সুবুদ্ধিমান
C
স্বতন্ত্রতা
D
অধৈর্যতা
সমাস-ঘটিত অশুদ্ধি হলো সুবুদ্ধিমান, যার শুদ্ধ রূপ হলো সুবুদ্ধি। এই ক্ষেত্রে ‘মান’ যুক্ত করা অনর্থক ও অপ্রয়োজনীয়।
অন্যদিকে—
-
‘তা’ প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ হয়েছে অধৈর্যতা শব্দে। এর শুদ্ধ রূপ হলো অধৈর্য বা ধীরতা।
-
স্বতন্ত্রতা এবং কৃপণতা শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
0
Updated: 4 weeks ago
‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Created: 1 month ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
জগদ্দল পাথর
D
ঢাকের বায়া
চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা " যা কখন ও শেষ হয় না এটা বোঝানো হয়েছে।
0
Updated: 1 month ago