‘লোকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?
A
জটিল
B
যৌগিক
C
সরল
D
মিশ্র
উত্তরের বিবরণ
লোকটি ধনী কিন্তু কৃপণ- যৌগিক বাক্য। যৌগিক বাক্যের কিন্তু, এবং, আর, তবে, ফলে, তাই - ইত্যাদি সংযোগ শব্দ ব্যবহার করা।
0
Updated: 1 month ago
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ ?
Created: 1 month ago
A
যারা ধার্মিক তারা সুখী।
B
আমাদের সমাজ আর তাদের সমাজ এক নয়।
C
তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।
D
ধনী হলেও তুমি উদার নও।
যৌগিক বাক্য:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
বৈশিষ্ট্য:
-
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো সাধারণত এবং, কিন্তু, ও, অথবা, অথচ, কিংবা, বরং, তবে, তথাপি ইত্যাদি অব্যয় যোগে সংযুক্ত থাকে।
উদাহরণ:
-
আমাদের সমাজ আর তাদের সমাজ এক নয়।
-
সূর্য উদিত হয় তবে অন্ধকার দূর হয়।
অন্য ধরনের বাক্য:
-
জটিল বাক্য: যারা ধার্মিক তারা সুখী।
-
সরল বাক্য: তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।
-
সরল বাক্য: ধনী হলেও তুমি উদার নও।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
"লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।" — এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
Created: 2 months ago
A
যদিও লোকটি অশিক্ষিত, অথচ অভদ্র নয়।
B
লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
C
লোকটি অশিক্ষিত বলেই অভদ্র নয়।
D
লোকটি অভদ্র, কিন্তু অশিক্ষিত নয়।
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করার নিয়ম
-
যৌগিক বাক্যের জন্য একাধিক সমাপিকা ক্রিয়া প্রয়োজন।
-
সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া রূপান্তর করতে হয়।
-
যদি সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে, যৌগিক বাক্য গঠনের সময় আরেকটি ক্রিয়া তৈরি করতে হয়।
-
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে, সরল বাক্যের কিছু অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।
উদাহরণ:
-
সরল বাক্য: লােকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।
→ যৌগিক বাক্য: লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়। -
সরল বাক্য: পরিশ্রম করলে ফল পাবে।
→ যৌগিক বাক্য: পরিশ্রম কর তবেই ফল পাবে। -
সরল বাক্য: এখন পরবালের কর্ম না করিলে কবে করিব?
→ যৌগিক বাক্য: এখন পরকালের কর্ম করিব, নাতো কবে করিব?
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
কোনটি যৌগিক বাক্য?
Created: 2 months ago
A
সত্য কথা না বলে বিপদে পড়েছি।
B
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
C
মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
D
খ ও গ উভয়ই
যৌগিক বাক্য
-
সংজ্ঞা: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজক অব্যয় (যেমন— আর, অথবা, কিন্তু, তবে ইত্যাদি) দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে।
-
উদাহরণ:
-
আঁখি রাতে রুটি খায় আর মোহন খায় ভাত।
-
মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
-
সরল বাক্য
-
সংজ্ঞা: একটিমাত্র ভাব প্রকাশ করে এবং কোনো যোজক অব্যয় থাকে না—এমন বাক্যকে সরল বাক্য বলে।
-
উদাহরণ:
-
সত্য কথা না বলে বিপদে পড়েছি।
-
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago