'অনাবিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
A
অননাবিল
B
আবিল
C
আবিলতা
D
অনাগত
উত্তরের বিবরণ
অনাবিল স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত। আবিল - কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা। সুতরাং সঠিক উত্তর (খ)।
0
Updated: 1 month ago
‘প্রসারণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অপ্রসারণ
B
অপসরণ
C
আকিঞ্চন
D
আকুঞ্চন
প্রসারণ শব্দের অর্থ - বিস্তার,বিস্তৃত,টানাটানি ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। আকুঞ্চন শব্দের অর্থ - একটু কুঁকড়ানো, সংকোচন ইত্যাদি।। প্রদত্ত শব্দটি বিশেষ্য পদ। তাই প্রসারণ শব্দের বিপরীত শব্দ আকুঞ্চন।
0
Updated: 1 month ago
‘ঘাটতি’ এর বিপরীত শব্দ কি?
Created: 1 day ago
A
উদ্বৃত্ত
B
বেশী
C
বাড়তি
D
পূর্ণ
এই শব্দগুলো বিপরীতার্থক বা বিরুদ্ধার্থক শব্দের উদাহরণ, যেখানে একটির অর্থ অন্যটির বিপরীত বোঝায়। বাংলা ভাষায় এমন শব্দের জোড়াকে বলা হয় বিপরীত শব্দ। নিচে প্রতিটির অর্থ ও সম্পর্ক দেওয়া হলো—
-
কম - বেশি: কোনো কিছুর পরিমাণ বা মানের পার্থক্য বোঝায়। "কম" মানে স্বল্প বা অল্প, আর "বেশি" মানে অধিক বা প্রচুর।
-
কমতি - বাড়তি: কোনো কিছুর অভাব বা অতিরিক্ততা বোঝায়। "কমতি" মানে অভাব থাকা, আর "বাড়তি" মানে প্রয়োজনের চেয়ে বেশি থাকা।
-
খালি - পূর্ণ: কোনো বস্তুর ভিতরে কিছু থাকা বা না থাকার অবস্থা বোঝায়। "খালি" মানে শূন্য বা ফাঁকা, আর "পূর্ণ" মানে ভর্তি বা সম্পূর্ণ।
0
Updated: 1 day ago
'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ -
Created: 1 month ago
A
দক্ষিণ দিক
B
পূর্বদিক
C
পশ্চিম দিক
D
গৃহী
• 'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ - পশ্চিম দিক।
উল্লেখ্য,
- 'প্রতীচী' শব্দের অর্থ - পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
- 'প্রাচী' শব্দের অর্থ - পূর্বদিক।
অন্যদিকে,
- গৃহী - সন্ন্যাসী।
0
Updated: 1 month ago