নিচের কোনটি তৎসম শব্দ?
A
চাঁদ
B
খোকা
C
কাঠ
D
সন্ধ্যা
উত্তরের বিবরণ
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, সন্ধ্যা, হস্ত, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

0
Updated: 1 day ago
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়?
Created: 1 week ago
A
গুরুচণ্ডালী দোষে
B
দুর্বোধ্যতা-দোষে
C
বাহুল্য-দোষে
D
উপমার ভুল প্রয়োগ-দোষে
ভাষাগত দোষ ও উদাহরণ
-
গুরুচণ্ডালী দোষ
-
তৎসম + দেশীয় শব্দের ভুল সংযোগে সৃষ্টি হয়।
-
উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুর শকট
-
শবদাহ → শবপোড়া
-
মড়াপোড়া → মড়াদাহ
-
-
-
দুর্বোধ্যতা
-
অপ্রচলিত বা অজানা শব্দ ব্যবহারে বাক্যের যোগ্যতা হারায়।
-
উদাহরণ: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। (প্রপঞ্চ অপ্রচলিত)
-
-
উপমার ভুল প্রয়োগ
-
উপমা অলংকার ঠিকভাবে ব্যবহার না করলে অর্থহানি ঘটে।
-
উদাহরণ: আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো → সঠিক: আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
-
-
বাহুল্য-দোষ
-
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে শব্দের যোগ্যতা কমে।
-
উদাহরণ: দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন → সঠিক: দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
-

0
Updated: 1 week ago
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Created: 1 week ago
A
কুলটা
B
অধ্যাপক
C
মহৎ
D
ঢাকী
• নিত্য পুরুষবাচক শব্দ:
-
নিত্য পুরুষবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে।
-
উদাহরণ: ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
-
নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল নারীকে নির্দেশ করে।
-
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
অন্য উদাহরণ:
-
কুলটা – নিত্য স্ত্রীবাচক শব্দ
-
অধ্যাপক – অধ্যাপিকা
-
মহৎ – মহতী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago
কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
কিংবদন্তি
B
হাতি
C
চাঁদ
D
তেঁতুল
যেসব শব্দের সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, গ্রহ, কর্ণ ইত্যাদি।

0
Updated: 1 month ago