'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√বিধ + মান
B
বুদ্ধি + মান
C
√বৃধ্ + মান
D
বর্ধন + মান
উত্তরের বিবরণ
বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √ বৃধ + মান
0
Updated: 1 month ago
'কণ্টক + ইত = কণ্টকিত' কোন প্রত্যয়?
Created: 1 month ago
A
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
B
বাংলা তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
-
প্রধান তদ্ধিত প্রত্যয়: ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি।
-
এই প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
ইত-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
কুসুম + ইত = কুসুমিত
-
তরঙ্গ + ইত = তরঙ্গিত
-
কণ্টক + ইত = কণ্টকিত
-
-
ইমন্-প্রত্যয় (বিশেষ্য গঠনে)
-
নীল + ইমন = নীলিমা
-
মহৎ + ইমন = মহিমা
-
-
ইল্-প্রত্যয় (উপকরণজাত বিশেষণ গঠনে)
-
পঙ্ক + ইল্ = পঙ্কিল
-
ঊর্মি + ইল = ঊর্মিল
-
ফেন + ইল্ = ফেনিল
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
0
Updated: 1 month ago
‘বক্তব্য’- এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি
Created: 1 month ago
A
√বক্+তব্য
B
√বক্ত+অব্য
C
√বক্ত+ব্য
D
√বচ্+তব্য
বক্তব্য (বিশেষণ)– সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = √বচ্ + তব্য। অর্থ: বলতে হবে বা বলার যোগ্য এমন।
0
Updated: 1 month ago
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
মিশুক
B
তেজস্বী
C
বাঁধনি
D
নিন্দক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কিছু শব্দ ও প্রকৃতি:
-
তেজঃ + বিন = তেজস্বী
-
মেধা + বিন = মেধাবী
-
মায়া + বিন = মায়াবী
-
যশঃ + বিন = যশস্বী
-
নীলিমা = নীল = ইমন
-
গুরু + অ = গৌরব
কৃৎ-প্রত্যয়:
-
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃৎ-প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√বাঁধ + অনি = বাঁধনি
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণে, ‘অনি’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয়, এবং ‘বাঁধনি’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।
0
Updated: 1 month ago