'মাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A
মা + তৃচ/তা
B
মাতৃ + আ
C
মাত্ + আ
D
মাতা + অ
উত্তরের বিবরণ
মাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো মা + তৃচ।
0
Updated: 1 month ago
প্রকৃতি কত প্রকার?
Created: 1 month ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
প্রকারভেদ নেই
প্রকৃতির দুটি প্রকার:
১. ক্রিয়া-প্রকৃতি বা ধাতু:
-
প্রত্যয়-নিষ্পন্ন শব্দ বিশ্লেষণে মৌলিক ভাব-দ্যোতক অংশ যদি অবস্থান, গতি বা অন্য কোনো ক্রিয়া নির্দেশ করে, তাকে ক্রিয়া-প্রকৃতি বলা হয়
-
উদাহরণ: √চল্, √পড়, √রাখ, √দৃশ্, √কৃ
২. নাম-প্রকৃতি বা সংজ্ঞা-প্রকৃতি:
-
প্রত্যয়-নিষ্পন্ন শব্দ বিশ্লেষণে মৌলিক ভাব-দ্যোতক অংশ যদি কোনো দ্রব্য, জাতি, গুণ বা পদার্থ নির্দেশ করে, তাকে নাম-প্রকৃতি বলা হয়
-
উদাহরণ: মা, চাঁদ, গাছ
0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
| মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
|---|---|---|---|
| চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
| পড়্ | আ | পড়া | কৃদন্ত |
| শুন্ | আ | শোনা | কৃদন্ত |
| বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago
"প্রত্যয়, বিভক্তি" - কোন অংশের আলোচ্য বিষয়?
Created: 2 months ago
A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
রূপতত্ত্ব (Morphology)
সংজ্ঞা:
-
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়।
-
ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে রূপমূল (Morpheme) বলা হয়।
-
রূপমূলগুলো মিলিত হয়ে শব্দ তৈরি করে।
-
তাই, শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়।
রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
রূপতত্ত্ব ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ ও পদের গঠন ও ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করা হয়।
উদাহরণ:
-
বচন
-
লিঙ্গ
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)
0
Updated: 2 months ago