টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদ জন্মানোর জন্য সাধারণত কী ব্যবহার করা হয়?
A
শুধু শিকড়
B
পূর্ণাঙ্গ গাছ
C
গাছের অংশবিশেষ
D
শুধু বীজ
উত্তরের বিবরণ
টিস্যু কালচার (Tissue Culture):
টিস্যু কালচার হলো একটি উদ্ভিদ প্রজনন পদ্ধতি, যেখানে উদ্ভিদের যেকোনো অংশ (পাতা, কাণ্ড, শিকড়, কলি ইত্যাদি) জীবাণুমুক্ত পরিবেশে পুষ্টিবর্ধক মিডিয়ামে রেখে নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন করা হয়।
মূলনীতি:
-
উদ্ভিদের প্রতিটি অংশে টোটিপোটেন্ট (Totipotent) স্টেম কোষ থাকে।
-
এই টোটিপোটেন্ট কোষের ক্ষমতা আছে হুবহু একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার।
-
তাই পূর্ণাঙ্গ গাছের প্রয়োজন হয় না; একটি ছোট অংশ থেকেই নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব।
টিস্যু কালচার সম্পর্কিত ধারণা:
-
এক বা একাধিক একই ধরনের কোষসমষ্টিকে টিস্যু বা কলা বলা হয়।
-
এসব কোষ উৎপত্তিগতভাবে অভিন্ন এবং একই কাজ সম্পাদন করে।
-
টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে (Nutrient Medium) বর্ধিত করার প্রক্রিয়াই হলো টিস্যু কালচার।
-
এই মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব উপাদান (পানি, লবণ, ভিটামিন, হরমোন ইত্যাদি) সরবরাহ করা হয়।
প্রয়োগ:
-
উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ যেমন পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি জীবাণুমুক্ত অবস্থায় নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে কালচার করা হয়।
-
এর মাধ্যমে একাধিক একই রকম উদ্ভিদ উৎপাদন করা সম্ভব।
গুরুত্ব:
-
এটি উদ্ভিদবিজ্ঞানের একটি আধুনিক শাখা।
-
টিস্যু কালচার পদ্ধতিতে অল্প সময়ে প্রচুর সংখ্যক উদ্ভিদ উৎপাদন সম্ভব।
-
বিশেষ করে বিরল, মূল্যবান বা দ্রুত বর্ধনশীল উদ্ভিদ প্রজাতির বংশবিস্তার করতে এটি কার্যকর।

0
Updated: 23 hours ago
সেরিকালচার সম্পর্কিত কোনটি?
Created: 1 week ago
A
মধু উৎপাদন
B
রেশম উৎপাদন
C
মাছ চাষ
D
ফুল চাষ
সেরিকালচার হলো রেশমকীট (Silkworm) পালন ও রেশম উৎপাদনের প্রক্রিয়া।
সেরিকালচার:
- বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার।
- রেশম পকার ইংরেজি নাম Silk Worm.
- বৈজ্ঞানিক নাম: Bombyx Mori.
- তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
কোনটি দ্বারা মাছ চাষ বোঝায়?
Created: 1 day ago
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
হর্টিকালচার
পিসিকালচার (Pisciculture) বলতে মাছের চাষ বা উৎপাদনকে বোঝানো হয়, যা মূলত মৎস্যচাষের বৈজ্ঞানিক নাম। এটি শুধু মাছের চাষ নয়, বরং বিভিন্ন জলজ প্রাণীর পালন ও সংরক্ষণকেও অন্তর্ভুক্ত করে।
পিসিকালচার (Pisciculture):
-
বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য চাষ, পালন, আহরণ ও সংরক্ষণ প্রক্রিয়াকে পিসিকালচার বলা হয়।
-
মাছের পাশাপাশি শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ প্রাণীর চাষ, পালন, আহরণ ও সংরক্ষণের পদ্ধতিও পিসিকালচার এর অন্তর্ভুক্ত।
অন্যান্য সম্পর্কিত ধারণা:
-
এপিকালচার (Apiculture): মৌমাছি পালন।
-
সেরিকালচার (Sericulture): রেশম উৎপাদনের উদ্দেশ্যে রেশমকীট পালন।
-
হর্টিকালচার (Horticulture): ফল, ফুল ও শাকসবজির চাষ।

0
Updated: 1 day ago
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়?
Created: 2 weeks ago
A
পিসিকালচার
B
সেরিকালচার
C
এপিকালচার
D
এভিকালচার
গুরুত্বপূর্ণ আধুনিক চাষ পদ্ধতি:
পাখি পালন: এভিকালচার (Aviculture)
মৎস্য চাষ: পিসিকালচার (Pisciculture)
মৌমাছি পালন: এপিকালচার (Apiculture)
রেশম চাষ: সেরিকালচার (Sericulture)
উদ্যান পালন: হর্টিকালচার (Horticulture)
চিংড়ি চাষ: প্রণকালচার (Prawn culture / Pranaculture)
সামদ্রিক মৎস্য চাষ: মেরিকালচার (Mariculture)
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago