'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
A
দুহিতা
B
তনয়া
C
পুত্র
D
কন্যা
উত্তরের বিবরণ
আত্মজা’র সমার্থক শব্দ দুহিতা। আত্মজা (বিশেষ্য পদ) শব্দ টির সমার্থক শব্দ: স্ত্রীলিঙ্গ. কন্যা।
0
Updated: 1 month ago
'গৃহ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
নিলয়
B
সদন
C
আগার
D
পুলিন
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহার বাক্যকে বৈচিত্র্যময় ও অর্থপূর্ণ করে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো।
-
গৃহ : ‘পুলিন’ নয়
-
পুলিন : সৈকত, তট
-
‘গৃহ’ এর সমার্থক শব্দ :
ঘর, নিলয়, সদন, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
'আগুন' শব্দের প্রতিশব্দ-
Created: 1 month ago
A
অহি
B
পাবক
C
ফুরসত
D
অলক
আগুন শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
ফুরসত = অবকাশ
-
অলক = চুল
-
অহি = সাপ
উৎস:
0
Updated: 1 month ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:
0
Updated: 1 month ago