নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
A
রাজবন্দীর জবানবন্দী
B
ব্যথার দান
C
অগ্নিবীণা
D
নবযুগ
উত্তরের বিবরণ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যজগতে তাঁর প্রথম পদার্পণেই নতুন ধারা সৃষ্টি করেন। সাহিত্যের নানা শাখায় তাঁর প্রথম প্রকাশিত কৃতিগুলি তাঁর বৈচিত্র্যময় প্রতিভার প্রমাণ বহন করে। নিচে তাঁর প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:
প্রথম কাব্যগ্রন্থ:
‘অগ্নি-বীণা’ (১৯২২) — নজরুলের বিদ্রোহী আত্মার প্রতীক এই গ্রন্থ বাংলা কাব্যধারায় অনন্য স্থান অধিকার করে।
প্রথম প্রকাশিত কবিতা:
‘মুক্তি’ — এই কবিতার মাধ্যমে নজরুল তাঁর কাব্য-প্রতিভার সূচনা ঘটান, যেখানে মুক্তির চেতনা ফুটে ওঠে।
প্রথম প্রকাশিত প্রবন্ধ:
‘তুর্কমহিলার ঘোমটা খোলা’ — সামাজিক প্রগতির আহ্বান জানানো এই প্রবন্ধে নজরুল নারীমুক্তির প্রশ্নে সাহসী অবস্থান নেন।
প্রথম প্রবন্ধগ্রন্থ:
‘যুগবাণী’ — সমাজ, রাজনীতি ও ধর্ম বিষয়ক বিভিন্ন চিন্তাধারা নিয়ে রচিত এই গ্রন্থটি পরে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা নজরুলের প্রগতিশীল মনোভাবের প্রমাণ।
প্রথম গল্পগ্রন্থ:
‘ব্যথার দান’ — ছোটগল্পের মধ্য দিয়ে মানব-ব্যথা ও সমাজবাস্তবতার চিত্র তুলে ধরেছেন।
প্রথম উপন্যাস:
‘বাঁধন-হারা’ — এই উপন্যাসে নজরুল ব্যক্তিস্বাধীনতা ও সমাজচিত্রকে কেন্দ্র করে এক নতুন ধারার সূচনা করেন।
প্রথম নাটক ও নাট্যগ্রন্থ:
‘ঝিলিমিলি’ — নাট্যসাহিত্যে নজরুলের প্রথম অবদান হিসেবে এই গ্রন্থ উল্লেখযোগ্য, যা নাট্যশৈলীতে নতুন গতি এনেছে।
উল্লেখযোগ্যভাবে, 'যুগবাণী' ছিল তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ এবং এটিই ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা তাঁর লেখনীতে বিপ্লবের ঝাঁঝ প্রতিফলিত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
কল্লোল
B
মোহাম্মদী
C
ভারতী
D
বেগম
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতা
-
প্রথম প্রকাশিত: মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৯৩৫ সালে
-
বিষয়বস্তু: কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ
-
কাঠামো: ৫টি স্তবক, ৩০টি পঙ্তি
-
উল্লেখিত বাংলা মাস: মাঘ ও ফাল্গুন
• সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশাল জেলার শায়েস্তাবাদ
-
পৈতৃক নিবাস: কুমিল্লা
-
১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ
-
খ্যাতি: ‘জননী সাহসিকা’, প্রধানত কবি
-
সম্পাদকীয় কার্যক্রম: বেগম পত্রিকার প্রথম সম্পাদক
-
পুরস্কার: ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার
-
মৃত্যু: ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায়
• সৃজনকর্ম:
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা
-
শিশুতোষগ্রন্থ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে
-
আত্মজীবনী: একালে আমাদের কাল
-
ডায়েরি: একাত্তরের ডায়রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
Created: 1 week ago
A
১৯২৩ সন
B
১৯২১ সন
C
১৯১৯ সন
D
১৯১৮ সন
‘বিদ্রোহী’ কবিতা
-
রচনা ও প্রকাশ: কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী’ কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে রচনা করেন। এটি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ২২ পৌষ, ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২) তারিখে প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থ: কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর দ্বিতীয় কবিতা।
-
বিপ্লবী ভাবনা: নজরুল ইসলামের অন্যান্য কবিতাতেও বিদ্রোহ-ভাব লক্ষ্য করা যায়, তবে ‘বিদ্রোহী’ কবিতার জন্যই তিনি চিরকাল বাঙালির বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। কবিতার মূল বিষয় হলো বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
-
অগ্নিবীণা কাব্যের অন্যান্য কবিতা:
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বরধারিণী মা
৪. আগমনী
৫. ধুমকেতু
৬. কামালপাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররমউৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়-
Created: 3 months ago
A
১৮৪১ সালে
B
১৮৪২ সালে
C
১৮৫০ সালে
D
১৮৪৩ সালে
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালের ১৬ আগস্ট, দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
অক্ষয়কুমার দত্ত প্রথম সম্পাদক হিসেবে পত্রিকাটির দায়িত্ব গ্রহণ করেন এবং ১৮৫৫ সাল পর্যন্ত তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর সম্পাদনাকালকে পত্রিকাটির স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়।
এই পত্রিকাটি তৎকালীন সমাজে একটি উদার, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ চেতনার বাহক হিসেবে বিবেচিত ছিল। অক্ষয়কুমারের অবসরের পর পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago