'তিলে তেল আছে' কোন কারকে কোন বিভক্তি?
A
অধিকরণে সপ্তমী
B
অধিকরণে শূন্য
C
অপাদানে সপ্তমী
D
অপাদানে শূন্য
উত্তরের বিবরণ
তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
0
Updated: 1 month ago
‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?’ ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
করণে ৭মী
D
অপাদানে ৭মী
“আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” – “রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
0
Updated: 1 month ago
‘অহঙ্কার পতনের মূল’ বাক্যে ‘অহঙ্কার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্মে শূন্য
B
করণে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরণে শূন্য
"অহঙ্কার" পতনের মূল - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে শূন্য বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।
0
Updated: 1 month ago
'পাপে বিরত থাকো' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 week ago
A
করণ কারকে ৭মী
B
অপাদান কারকে ৭মী
C
অধিকরণ কারকে ৭মী
D
কর্ম কারকে ৭
0
Updated: 1 week ago