The novel "A Farewell to Arms" was written by -
A
Ernest Hemingway
B
William Shakespeare
C
George Orwell
D
Charles Dickens
উত্তরের বিবরণ
A Farewell to Arms হলো Ernest Hemingway–এর লেখা তৃতীয় উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে আত্মজীবনীমূলক উপাদান লক্ষ্য করা যায়, এবং “arms” শব্দের দ্ব্যর্থপূর্ণ ব্যবহার রয়েছে—অস্ত্র এবং প্রেমিকার হাত উভয়কেই বোঝানো হয়েছে।
Characters
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
সারসংক্ষেপ
-
কেন্দ্রীয় চরিত্র দুটি হলো Frederic Henry, একজন আমেরিকান লেফটেন্যান্ট, এবং Catherine Barkley, একজন ইংরেজ নার্স।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের পরিচয় ইটালিতে ঘটে।
-
Catherine সদ্য বিধবা হলেও তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর আহত হলে Catherine তাকে সারিয়ে তুলতে তৎপর থাকে, এবং এ সময় তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
-
Catherine গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু Frederic কে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধ শেষে তিনি ফিরে এসে দেখতে পান Catherine অন্য শহরে চলে গেছে।
-
অবশেষে Frederic Catherine কে খুঁজে বের করে এবং তারা সুইজারল্যান্ডে পালিয়ে যায়। তবে Catherine বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়।
Ernest Hemingway (1899–1961)
-
তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
-
পুরো নাম Ernest Miller Hemingway।
-
তার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক করে তুলেছে।
-
প্রথম উপন্যাস The Sun Also Rises তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
-
সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
এছাড়া The Old Man and the Sea–এর জন্য ১৯৫৩ সালে Pulitzer Prize লাভ করেন।
Notable Works
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
-
In Our Time
0
Updated: 1 month ago
The famous quote "If winter comes, can spring be far behind?" belongs to which poem?
Created: 1 month ago
A
Ode to the West Wind
B
The Prelude
C
Prometheus Unbound
D
To Autumn
‘Ode to the West Wind’ একটি বিখ্যাত কবিতা, যা Percy Bysshe Shelley রচিত। কবিতায় পশ্চিম বাতাসকে destroyer এবং preserver উভয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি ২৫ অক্টোবর ১৮১৯ সালে Cascine Wood, Florence, Italy-তে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতার ভাষা আবেগপ্রবণ এবং এতে প্রতীকী চিত্রকল্পের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। বিখ্যাত লাইন "If winter comes, can spring be far behind?" কবিতার শেষ অংশে ব্যবহৃত হয়েছে এবং এটি Metaphor-এর উদাহরণ।
-
Poet: Percy Bysshe Shelley (1792–1822), Romantic Period-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Notable Works:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Alastor; or The Spirit of Solitude (poem)
-
The Necessity of Atheism (essay)
-
Prometheus Unbound (play)
-
The Cenci (tragedy play)
-
Ode to the West Wind (poem)
-
0
Updated: 1 month ago
Who wrote the poem Ode to the West Wind?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
Ode to the West Wind
-
প্রকাশ: 1820
-
কবি P. B. Shelley এর passionate language ও symbolic imagery-এর উদাহরণ
-
কবিতায় West Wind-এর কাছে সাহায্য আহবান করা হয়েছে
-
লেখা হয়েছে: Cascine wood, Florence, Italy
-
সম্ভবত Shelley তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছেন
-
West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা সমাদর ও বৈপ্লবিক চিন্তার বিস্তার প্রতিফলিত
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley
-
English Romantic poet
-
ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য লেখা কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
Paronomasia in literature is -
Created: 1 month ago
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
0
Updated: 1 month ago