নিচের কোনটি উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি?
A
এ
B
আ্যা
C
উ
D
অ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় স্বরধ্বনিগুলোকে উচ্চারণের ধরণ অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা হয়। এগুলো মূলত জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
-
জিভের উচ্চতা অনুযায়ী
-
উচ্চ = ই, উ
-
উচ্চ-মধ্য = এ, ও
-
নিম্ন-মধ্য = আ্যা, অ
-
নিম্ন = আ
-
-
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী
-
সম্মুখ = ই, এ, আ্যা
-
মধ্য = আ
-
পশ্চাৎ = উ, ও, অ
-
উৎস:

0
Updated: 1 day ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 1 week ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?
Created: 13 hours ago
A
আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
B
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
C
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
D
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
প্রশ্নের অপশন গ) তে থাকা বাক্য "তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।" পুরোপুরি শুদ্ধ এবং প্রয়োগের দিক থেকে সঠিক। অন্যান্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই। -
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত। -
অশুদ্ধ: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।

0
Updated: 13 hours ago
হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago