Who is A.H.H. in Tennyson's "In Memoriam"?
A
Alfred H. Hallam
B
Arthur H. Hallam
C
Albert H. Hallam
D
Andrew H. Hallam
উত্তরের বিবরণ
In Memoriam হলো Alfred Lord Tennyson–এর রচিত একটি বিখ্যাত elegy, যা তিনি তার বন্ধু Arthur H. Hallam–এর মৃত্যুতে লিখেছিলেন। কবিতাটি লেখা হয় ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এবং ১৮৫০ সালে anonymously প্রকাশিত হয়।
-
কবিতাটি ১৩১টি সেকশনে বিভক্ত, যার মধ্যে একটি prologue এবং একটি epilogue রয়েছে।
-
Prologue ও epilogue–এ মূলত Tennyson-এর শোকগ্রস্ত সময়ের বিভিন্ন পর্যায়কে বিশ্লেষণ করা হয়েছে।
-
কবিতার প্রধান বিষয় হলো Victorian যুগে প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে নতুন বৈজ্ঞানিক তত্ত্ব, যেমন বিবর্তন ও আধুনিক ভূতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য করার প্রচেষ্টা।
Lord Alfred Tennyson (1809–1892)
-
তিনি Victorian Period–এর একজন প্রধান কবি এবং যুগের chief representative।
-
১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হন।
-
তার সাহিত্যিক বিশেষত্ব হলো melodious language, যা তাকে lyric poet হিসেবে পরিচিত করেছে।
Other Notable Poems by Tennyson
-
The Lotos Eaters
-
Morte D’Arthur
-
Oenone
-
Ulysses
-
In Memoriam
-
Tithonus
-
Aurora
Comparative References
-
John Milton–এর Lycidas (A Pastoral Elegy) লেখা হয়েছিল Edward King–এর মৃত্যুতে।
-
Percy Bysshe Shelley–এর Adonais (Pastoral Elegy) লেখা হয়েছিল তার বন্ধু John Keats–এর স্মৃতিতে, ১৮২১ সালে প্রকাশিত।
0
Updated: 1 month ago
The Latin phrase "Tempus fugit" means -
Created: 1 month ago
A
Time heals all wounds
B
Time flies
C
Time is money
D
Time waits for no one
• Tempus fugit [Latin phrase]
English meaning: time flies.
Bangla Meaning: সময় খুব দ্রুত চলে যায়।
• Indicates the fleeting nature of time and the importance of using it wisely.
Example: I can’t believe how quickly the year has passed—Tempus Fugit.
Other options:
ক) Time heals all wounds → সময় সব ক্ষত সারিয়ে তোলে।
গ) Time is money → সময় অর্থের মতো মূল্যবান।
ঘ) Time waits for no one → সময় কারো জন্য থেমে থাকে না।
0
Updated: 1 month ago
'Reading is a good habit.'. Here 'Reading' is a-
Created: 5 days ago
A
verb
B
present participle
C
verbal noun
D
gerund
ব্যাখ্যা:
বাক্যটি হলো — “Reading is a good habit.”
এখানে “Reading” শব্দটি noun-এর মতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি কোনো কাজ বা ক্রিয়াকে বস্তু বা ধারণা হিসেবে প্রকাশ করছে। ইংরেজিতে verb + ing রূপের এমন ব্যবহারকে gerund বলা হয়।
মূল বিষয়বস্তু:
-
Gerund: এমন একটি verb form যা noun-এর মতো কাজ করে।
-
উদাহরণ:
-
Swimming is good for health. → Swimming = gerund (noun হিসেবে ব্যবহার)
-
Reading improves knowledge. → Reading = gerund
-
-
সংশ্লিষ্ট নোট:
-
Present participle (verb + ing) সাধারণত continuous tense বা adjective হিসেবে ব্যবহার হয়।
-
উদাহরণ: The running water is cold. → running = present participle (adjective)
-
-
ভুল বিকল্প বিশ্লেষণ:
-
(ক) verb: Reading এখানে ক্রিয়া হিসেবে কাজ করছে না, noun-এর মতো ব্যবহার হয়েছে।
-
(খ) present participle: Present participle continuous tense বা adjective হিসেবে ব্যবহৃত হয়, noun হিসেবে নয়।
-
(গ) verbal noun: এটি gerund-এর একটি প্রকার, তবে আধুনিক English grammar-এ gerund শব্দটি বেশি প্রচলিত ও সঠিক।
বাংলা অনুবাদ:
-
Reading is a good habit. → পড়া একটি ভাল অভ্যাস।
-
এখানে “Reading” = gerund → noun-এর মতো ব্যবহার।
অতএব, বাক্য অনুযায়ী “Reading” হলো
0
Updated: 5 days ago
Masculine form of 'Spinster' -
Created: 2 months ago
A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
| Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা |
|---|---|---|
| Colt | Filly | অশ্বশাবক |
| Hart | Roe | পুরুষ হরিণ |
| Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
| Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
| Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
| Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী |
| Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস |
| Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ |
| Boar | Sow | শূকর / স্ত্রী শূকর |
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago