‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A
√মু+ক্ত
B
√মুক+ত
C
√মুহ+ক্ত
D
√মুচ+ক্ত
উত্তরের বিবরণ
'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট মুচ্ + ক্ত, এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তসিস্থত 'চ' ও 'জ' সস্থলে 'ক' হয় । যেমন: রুট সিচ্ + ক্ত = সিক্ত, ভুজ্ + ক্ত = ভুক্ত ইত্যাদি।

0
Updated: 1 day ago
‘মুক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
√মুচ্ + ক্তি
B
√মুহ্ + ক্তি
C
√মুক্ + ক্তি
D
√মৃচ্ + ক্তি
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি - প্রত্যয় মুচ্ + ক্তি। ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি, √মুচ + ক্তি = মুক্তি, √ভজ + ক্তি = ভক্তি

0
Updated: 1 week ago
'শৈশব' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
শিশু + ইমন
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + অ
D
শৈব + শব
- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।
শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শব্।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।

0
Updated: 1 week ago
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
Created: 2 weeks ago
A
ঢাকা + ই
B
মিশ্ + উক
C
চোর + আ
D
সোনা + আলি
মিশ্ + উক = মিশুক। এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন, বাঘ + আ = বাঘা, – এখানে ‘আ’ প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ । অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদান্ত শব্দ বলে।

0
Updated: 2 weeks ago