Name the writer of "Caesar and Cleopatra".
A
William Shakespeare
B
George Bernard Shaw
C
Charles Dickens
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
Caesar and Cleopatra হলো George Bernard Shaw–এর রচিত একটি বিখ্যাত নাটক। এটি একটি 4-act play, যা তিনি ১৮৯৮ সালে লিখেছিলেন। নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০১ সালে এবং প্রথম মঞ্চস্থ হয় ১৯০৬ সালে। এটি Shaw-এর প্রথম বড় নাটক হিসেবে বিবেচিত।
Characters
-
Julius Caesar
-
Cleopatra
-
Rufio
-
Ftatateeta
-
Pothinus
-
Ptolemy
-
Britannus
-
Apollodorus
-
Mark Antony
-
Pompey
-
Achillas
-
Theodotus
সারসংক্ষেপ
-
নাটকটি রোমান সম্রাট Julius Caesar এবং মিশরের রানি Cleopatra–এর সম্পর্ক ও রাজনৈতিক কৌশলকে কেন্দ্র করে।
-
Cleopatra কে একজন কাঁচা, অভিজ্ঞতাহীন কিশোরী রানি হিসেবে দেখানো হয়েছে, যাকে Caesar ধীরে ধীরে নেতৃত্ব ও শাসনের পাঠ শেখান।
-
Caesar একজন জ্ঞানী, বিচক্ষণ এবং সহিষ্ণু নেতা হিসেবে চিত্রিত, যিনি যুদ্ধ নয় বরং ন্যায় ও সদিচ্ছার মাধ্যমে বিজয় অর্জন করতে চান।
-
মূল বিষয়বস্তু হলো ক্ষমতার ব্যবহার, নৈতিকতা, নেতৃত্বের শিক্ষা এবং রাজনীতি।
George Bernard Shaw (G. B. Shaw)
-
তিনি একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাকে বলা হয় The greatest modern English dramatist এবং The father of modern English Drama।
Famous Plays
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
Note: William Shakespeare–এর একটি নাটক Antony and Cleopatra নামে রয়েছে।
0
Updated: 1 month ago
"To err is human, to forgive divine."
This is an example of-
Created: 1 month ago
A
Irony
B
Antithesis
C
Anaphora
D
Anaphora
“To err is human, to forgive divine.” একটি Antithesis এর উদাহরণ।
-
Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ / বিরোধালংকার):
-
এটি এমন একটি অলংকার যেখানে পরস্পর বিপরীত অর্থবোধক শব্দ বা ভাব একসঙ্গে ব্যবহৃত হয়, যা নাটকীয় বৈপরীত্য তৈরি করে।
-
Alexander Pope-এর An Essay on Criticism কবিতার এই উক্তিতে দুইটি বিপরীত ধারণা উপস্থাপিত হয়েছে:
-
To err is human → ভুল করা মানুষিক গুণ।
-
To forgive divine → ক্ষমা করা ঈশ্বরীয় গুণ।
-
-
এখানে মানুষের পার্থিব এবং ঈশ্বরীয় গুণাবলী একসাথে প্রকাশ করা হয়েছে।
-
-
অন্যান্য অলংকার বা রূপক:
-
Irony (বিদ্রূপ): বক্তব্যের বিপরীত অর্থ প্রকাশ করে। উদাহরণ: “Brutus is an honourable man.”
-
Anaphora (অনাফোরা): একই শব্দ বা বাক্যাংশের পুনরাবৃত্তি। উদাহরণ: “We shall fight on the beaches… we shall fight on the landing grounds…”
-
Paradox (কূটাভাস): আপাতদৃষ্টিতে স্ববিরোধী কিন্তু গভীর অর্থ বহন করে। উদাহরণ: “I must be cruel to be kind.” (Shakespeare, Hamlet)
-
0
Updated: 1 month ago
What is the meaning of the proverb "Virtue is its reward."?
Created: 1 month ago
A
পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
B
ধর্মের ঢোল আপনি বাজে।
C
বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।
D
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
প্রদত্ত প্রবাদ “Virtue is its reward.” এর অর্থ হলো পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না। অর্থাৎ সৎ বা নৈতিক কাজ করার মূল উদ্দেশ্য হলো নিজের নৈতিকতা ও ধর্মপরায়ণতা, পারিশ্রমিক বা প্রতিদান নয়।
বাকি উল্লেখিত প্রবাদসমূহের অর্থ:
-
Virtue proclaims itself
-
Bangla meaning: ধর্মের ঢোল আপনি বাজে।
-
-
Virtue thrives best in adversity
-
Bangla meaning: বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।
-
-
Look before your leap
-
Bangla meaning: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
-
0
Updated: 1 month ago
The Ant and the Grasshopper is a/an -
Created: 1 month ago
A
novel
B
poem
C
play
D
short story
Answer: Short story
The Ant and The Grasshopper:
-
Written by William Somerset Maugham.
-
Based on the famous Aesop fable of the same name.
-
It is a short story that presents a balanced view of life, highlighting human nature and the consequences of choices.
About William Somerset Maugham:
-
Renowned English novelist and short story writer.
-
Keen observer of life and human behavior.
-
His writings often portray life realistically, exploring human nature and society.
Famous Novels by Maugham:
-
Of Human Bondage
-
The Razor's Edge
-
The Moon and Sixpence
-
Cakes and Ale
-
The Sacred Flame
-
The Musician
-
Lady Frederick
Notable Short Stories:
-
The Ant and The Grasshopper
-
The Luncheon
0
Updated: 1 month ago