"The paths of glory lead but to the grave." - Who quoted this famous line?
A
William Wordsworth
B
Thomas Gray
C
John Keats
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ
"The paths of glory lead but to the grave." হলো Thomas Gray–এর বিখ্যাত একটি লাইন, যা তার কবিতা An Elegy Written in a Country Churchyard থেকে নেওয়া হয়েছে।
An Elegy Written in a Country Churchyard
-
এটি Thomas Gray–এর রচিত একটি Elegy বা শোকগাঁথা।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৭৫১ সালে, এবং এটি iambic pentameter quatrains ছন্দে লেখা।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা রত্নভান্ডার হিসেবে বিবেচিত।
-
কবিতার বিষয়বস্তু হলো মানব সম্ভাবনার অপব্যবহার, গ্রামীণ জীবনের পরিস্থিতি এবং মৃত্যুর অনিবার্যতা।
-
কবিতায় কবরস্থানে বসে বর্ণনাকারী তার চারপাশের দৃশ্যাবলী অত্যন্ত স্পষ্ট ও সংবেদনশীলভাবে বর্ণনা করেন।
Thomas Gray
-
তিনি একজন বিখ্যাত Graveyard Poet।
-
তাঁর সবচেয়ে পরিচিত রচনা হলো Elegy Written in a Country Churchyard।
-
তিনি Age of Sensibility–এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
Notable Poems
-
An Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
0
Updated: 1 month ago
Identify the determiner: It is not your fault.
Created: 1 month ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:
0
Updated: 1 month ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 month ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.
0
Updated: 1 month ago
Paradise Lost is primarily –
Created: 4 weeks ago
A
An epic poem
B
A novel
C
A play
D
A short story
Paradise Lost হলো ইংরেজি সাহিত্যের একটি অনন্যসাধারণ Epic Poem, যা রচনা করেছেন John Milton। ১৭শ শতকের এই মহাকাব্যে মানবজাতির পতন, পাপ, মুক্তি এবং ঈশ্বরের ন্যায়বিচারের গভীর দার্শনিক ব্যাখ্যা ফুটে উঠেছে। এটি কোনো উপন্যাস, নাটক বা ছোটগল্প নয়—বরং ইংরেজি ভাষায় রচিত সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলোর একটি।
• Paradise Lost:
-
এটি Neo-classical period-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা এবং ইংরেজি সাহিত্যের একটি মহান Epic।
-
জন মিল্টন এই কবিতার মাধ্যমে মানবজাতির পাপ ও ঈশ্বরের পরিকল্পনার ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। কবিতার মূল উদ্দেশ্য ছিল:
“To justify the ways of God to men.” -
এটি প্রথম প্রকাশিত হয় ১৬৬৭ সালে, এবং মোট বারো খণ্ডে (Books) বিভক্ত।
-
পুরো কবিতাটি রচিত হয়েছে Blank Verse (অমিত্রাক্ষর ছন্দে)।
-
কাহিনিতে খোদা, শয়তান, আদম ও ইভ—এই চরিত্রগুলোর মাধ্যমে মানব পতনের ধর্মীয় ও নৈতিক তাৎপর্য তুলে ধরা হয়েছে।
-
কবিতায় বর্ণিত হয়েছে কীভাবে শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হয়, এবং পরবর্তীতে প্রতিশোধ নিতে সে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে।
-
ফলস্বরূপ, Adam এবং Eve উভয়েই স্বর্গ থেকে বহিষ্কৃত হন, যা মানবজাতির পাপ ও মৃত্যুর সূচনা হিসেবে উপস্থাপিত হয়েছে।
• John Milton (1608–1674):
-
জন্ম লন্ডনে, তিনি ছিলেন একজন English poet, pamphleteer, এবং historian।
-
তাঁকে “The Epic Poet” এবং “Great Master of Blank Verse” বলা হয়।
-
তিনি William Shakespeare-এর পর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত।
-
Milton-এর রচনায় গভীর ধর্মীয়, রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারা বিদ্যমান।
• Paradise Lost-এর প্রধান বৈশিষ্ট্য:
-
মহাকাব্যিক গঠন ও ভাষার মহিমা
-
ধর্মীয় প্রতীকবাদ ও মানবচেতনার বিশ্লেষণ
-
স্বাধীন ইচ্ছা (Free Will) ও ভাগ্যের (Divine Providence) সংঘাত
-
শয়তান চরিত্রের জটিল ও নায়কোচিত উপস্থাপন
• Milton-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
সঠিক উত্তর: ক) Epic Poem
0
Updated: 4 weeks ago