'মাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A
মা + তৃচ/তা
B
মাতৃ + আ
C
মাত্ + আ
D
মাতা + অ
উত্তরের বিবরণ
মাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো মা + তৃচ।

0
Updated: 1 day ago
নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
Created: 1 week ago
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।

0
Updated: 1 week ago
'কাব্য' - শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Created: 1 week ago
A
অ
B
য
C
য্য
D
ষ্ণ
তদ্ধিত ‘য’ প্রত্যয়
নিয়ম:
যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় যুক্ত হয়, তখন প্রাতিপদিকের অ, আ, ই, ঈ ইত্যাদি স্বরধ্বনি লোপ পায়।
উদাহরণ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Created: 1 week ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত কৃৎ প্রত্যয়
তদ্ধিত 'য' প্রত্যয় এবং প্রাতিপদিকের অক্ষর লোপ
বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়, তখন প্রাতিপদিকের শেষ অক্ষর যদি অ, আ, ই, ঈ ইত্যাদি হয়, তা লোপ পায়। অর্থাৎ, শেষের অক্ষর মুছে গিয়ে নতুন রূপ তৈরি হয়।
উদাহরণসমূহ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
এভাবে, ‘য’ প্রত্যয় যুক্ত হওয়ার সময় মূল শব্দের শেষ অক্ষর পরিবর্তিত বা লোপ পেতে পারে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 week ago