Who wrote "The Rime of the Ancient Mariner"?
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
0
Updated: 1 month ago
One who pretends illness to avoid duty-
Created: 1 month ago
A
Fatalist
B
Malingerer
C
Accomplice
D
Effeminate
Malingerer শব্দটির অর্থ এবং সমার্থক বোঝার জন্য নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক।
-
Malingerer (Noun)
-
ইংরেজি অর্থ: A person who pretends to be ill in order to avoid having to work
-
বাংলা অর্থ: যে ব্যক্তি কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করে
-
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
ক) Fatalist
-
ইংরেজি: Someone who believes that people cannot change the way events will happen and that events, especially bad ones, cannot be avoided
-
বাংলা: অদৃষ্টবাদ; নিয়তিবাদ; সবকিছুই নিয়তি-নির্ধারিত-এই বিশ্বাস
-
-
গ) Accomplice
-
ইংরেজি: One associated with another especially in wrongdoing
-
বাংলা: (বিশেষত দুষ্কর্মের) সঙ্গী বা সহায়তাকারী; সহযোগী
-
-
ঘ) Effeminate
-
ইংরেজি: Having feminine qualities untypical of a man; not manly in appearance or manner
-
বাংলা: (পুরুষদের ক্ষেত্রে, নিন্দার্থে) মেয়েলি (স্বভাবের)
-
-
-
উপসংহার: One who pretends illness to avoid duty এর সঠিক উত্তর হলো Malingerer।
0
Updated: 1 month ago
Some of the studies show positive results, ______ others do not.
Created: 1 month ago
A
whereas
B
as soon as
C
so
D
but
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.
0
Updated: 1 month ago
Who is not a Romantic poet?
Created: 2 months ago
A
P. B. Shelley
B
Jane Austen
C
John Keats
D
Lord Byron
সঠিক উত্তর: Jane Austen একজন novelist, Romantic poet নয়।
মূল বিষয়:
-
Jane Austen:
-
English novelist
-
রোমান্টিক যুগের কবি নয়
-
উনিশ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র উপন্যাসে তুলে ধরেছেন
-
তার রচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে
-
Jane Austen-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (1818, posthumously)
-
Persuasion (1818, posthumously)
-
Emma (1815)
Romantic যুগের কবিরা (তুলনামূলকভাবে):
-
P. B. Shelley
-
John Keats
-
Lord Byron
সারসংক্ষেপ: Jane Austen কবি নন; তিনি একজন রোমান্টিক যুগের novelist।
0
Updated: 2 months ago