'সন্ধি' শব্দের অর্থ কী
A
সংক্ষেপণ
B
মিলন
C
একপদীকরণ
D
চিহ্ন
উত্তরের বিবরণ
সন্ধি শব্দের অর্থ মিলন। আর দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুই দ্বনি পরিবর্তন হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে।

0
Updated: 1 day ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 4 weeks ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 4 weeks ago
‘খেচর’ শব্দটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
খচ্চর ( ব্যাখ্যা দেখুন)
B
দুষ্ট প্রকৃতির লোক
C
চাকর
D
যে প্রাণী জলেও চরে স্থলেও চরে
'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী। খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।

0
Updated: 2 weeks ago
'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
Created: 3 days ago
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
-
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
-
মাছবিশেষ।
-
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর।
-
জল বা পানি।
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।

0
Updated: 3 days ago