Who is the author of "Ozymandias"?
A
John Keats
B
Lord Byron
C
P. B. Shelley
D
O' Henry
উত্তরের বিবরণ
Ozymandias হলো Percy Bysshe Shelley–এর রচিত একটি বিখ্যাত sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতাটিতে তুলে ধরা হয়েছে ক্ষমতা ও গৌরবের ক্ষণস্থায়ী স্বভাব।
-
Ozymandias নামটি আসলে মিশরের ফারাও Ramesses II–এর গ্রিক নাম।
-
কবিতার মূল বার্তা হলো, যতই শক্তিশালী ও ক্ষমতাবান শাসক হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি একসময় বিলীন হয়ে যায়।
-
একচ্ছত্র শাসনের অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প ও কবিতাই সেই সত্যকে যুগে যুগে স্মরণ করিয়ে দেয়।
Percy Bysshe Shelley
-
তিনি ছিলেন Romantic Period–এর অন্যতম প্রধান কবি।
-
পরিচিত উপাধি: Revolutionary Poet, Lyrical Poet।
-
তাঁর রচনায় বিদ্রোহ, স্বাধীনতা, প্রকৃতি ও কল্পনার সুর ধ্বনিত হয়েছে।
-
বিখ্যাত কাব্য: The Revolt of Islam।
Famous Poems
-
Queen Mab (his first major poem)
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias
Dramas
-
Prometheus Unbound
-
The Cenci (1819)
0
Updated: 1 month ago
T. S. Eliot was born in -
Created: 2 months ago
A
Ireland
B
England
C
USA
D
Scotland
T. S. Eliot
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮, St. Louis, Missouri, USA
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫, লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: American-English poet, playwright, literary critic, editor
-
নোবেল পুরস্কার: ১৯৪৮ সালে সাহিত্যে
Notable Works:
Poems:
-
The Waste Land
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
0
Updated: 2 months ago
They found the door locked. Here 'found' is -
Created: 1 month ago
A
Non-finite
B
Cognate verb
C
Intransitive verb
D
Transitive verb
They found the door locked. – Here, 'found' is a Transitive Verb.
-
Explanation:
-
"found" হলো transitive verb।
-
"the door" হলো object।
-
"locked" হলো objective complement, যা object কে describe করছে।
-
বাক্যের কাঠামো: Subject (They) + Verb (found) + Object (the door) + Object Complement (locked)
-
যেহেতু verb সরাসরি object গ্রহণ করছে, তাই এটি Transitive Verb।
-
Transitive Verb:
-
যে verb এর object থাকে তাকে Transitive Verb বলে।
-
সাধারণ Structure: subject + verb + object
-
Object সর্বদাই Noun বা Pronoun।
-
কিছু transitive verb এর object এর পাশাপাশি complement থাকতে পারে, যাকে Objective Complement বলে।
Intransitive Verb:
-
যেসব verb এর object নেই তাদের বলা হয় Intransitive Verb।
-
সাধারণত এর পর adverb বা preposition থাকে।
-
Structure: subject + verb
-
উদাহরণ: The sun rises in the east.
-
এখানে rises এর পরে adverb আছে, কোন object নেই → Intransitive Verb।
-
Non-finite Verb:
-
Non-finite verb tense দেখায় না।
-
প্রধানত: infinitives, participles, gerunds।
-
উদাহরণ: Running out of time, she couldn't finish her tasks.
-
এখানে non-finite verb হলো Running।
-
Cognate Verb:
-
যেসব intransitive verb তাদের মূল root থেকে object গ্রহণ করে, তাদের বলা হয় Cognate Verb।
-
Object কে বলা হয় Cognate Object।
-
উদাহরণ:
-
Jamal ran a race → ran = cognate verb, race = cognate object
-
Kamal sang a song → sang = cognate verb, song = cognate object
-
He died a peaceful death → died = cognate verb, death = cognate object
-
Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
0
Updated: 1 month ago
Harbinger : Omen :: Epitome : ________
Created: 1 month ago
A
Antithesis
B
Fragment
C
Expansion
D
Perfection
• Harbinger : Omen :: Epitome : Perfection
• শব্দগুলোর অর্থ:
-
Harbinger (Noun) — অগ্রদূত
-
Omen (Noun) — পূর্বাভাস
-
Epitome (Noun) — সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
• Given options:
-
ক) Antithesis (Noun) — সরাসরি বিপরীত বস্তু
-
খ) Fragment (Noun) — খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ
-
গ) Expansion (Noun) — বিস্তার; বিস্তারণ; প্রসারণ
-
ঘ) Perfection (Noun) — উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ
• Analogical Relation:
-
A harbinger is a type of omen (both indicate something to come).
-
Similarly, the epitome of something represents its perfection or highest form.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago