'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
A
দুহিতা
B
তনয়া
C
পুত্র
D
কন্যা
উত্তরের বিবরণ
আত্মজা’র সমার্থক শব্দ দুহিতা। আত্মজা (বিশেষ্য পদ) শব্দ টির সমার্থক শব্দ: স্ত্রীলিঙ্গ. কন্যা।

0
Updated: 1 day ago
‘সূর্য’- এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 week ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
সূর্য এর প্রতিশব্দ হলো - আদিত্য। শশাঙ্ক, বিধু, সুধাংশু হলো চাঁদ শব্দের প্রতিশব্দ।

0
Updated: 1 week ago
'ইচ্ছা' এর প্রতিশব্দ—
Created: 3 days ago
A
পুলক
B
আহ্লাদ
C
পরিতোষ
D
বাঞ্ছা
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

0
Updated: 3 days ago
‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

0
Updated: 1 month ago