Who is the author of the satirical poem "The Dunciad"?
A
Jonathan Swift
B
John Milton
C
Alexander Pope
D
Samuel Johnson
উত্তরের বিবরণ
"The Dunciad" একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা রচনা করেছিলেন Alexander Pope। এই রচনার মাধ্যমে তিনি তাঁর সমালোচকদের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন এবং ইংরেজি সাহিত্যে ব্যঙ্গকবিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
The Dunciad প্রথম প্রকাশিত হয় ১৭২৮ সালে তিন খণ্ডে, বেনামে।
-
পরবর্তীতে ১৭৪৩ সালে এটি চার খণ্ডে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়।
-
কবিতাটি মূলত iambic pentameter ছন্দে রচিত।
-
Dunc শব্দের অর্থ নির্বোধ, আর Dunciad শব্দের অর্থ নির্বোধদের মহাকাব্য।
-
কবি এখানে তাঁর সমালোচকদের অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক ভাষায় আক্রমণ করেছেন।
Alexander Pope
-
তিনি ছিলেন The Augustan Age–এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে অনেক সময় The Age of Pope বলা হয়, কারণ তাঁর সাহিত্যিক প্রভাব এই সময়কে প্রাধান্য দিয়েছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
His Famous Works
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Duncan
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 1 month ago
Choose the best option.
He talks confidently, but when it comes to real action, he usually ________.
Created: 4 weeks ago
A
calls the shots
B
passes the buck
C
puts his money where his mouth is
D
chickens out
Complete Sentence: He talks confidently, but when it comes to real action, he usually chickens out।
Bangla Meaning: সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু যখন আসল কাজের কথা আসে, তখন প্রায়ই পিছিয়ে যায়।
-
Option Analysis:
-
ক) calls the shots
-
Meaning: To make decisions or control a situation
-
Bangla Meaning: নিয়ন্ত্রণ করা বা সিদ্ধান্ত নেওয়া
-
Relevance: বাক্যের প্রেক্ষিতে মানানসই নয়, কারণ সে কাজে সাহসী নয়
-
-
খ) passes the buck
-
Meaning: To avoid responsibility and blame someone else
-
Bangla Meaning: দায় এড়িয়ে অন্যকে চাপিয়ে দেওয়া
-
Relevance: কিছুটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু মূল অর্থের সঙ্গে পুরোপুরি মিলে না
-
-
গ) puts his money where his mouth is
-
Meaning: To take action to support what one says
-
Bangla Meaning: যা বলে তার সাথে কাজ বা বিনিয়োগ করা
-
Relevance: ভুল, কারণ বাক্যে সে কাজে জড়াতে সাহস করে না
-
-
ঘ) chickens out
-
Meaning: To be too scared to do something; to back out from action
-
Bangla Meaning: ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা সাহস হারানো
-
Relevance: বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মিল, কারণ সে কাজে আসল সাহস দেখায় না
-
-
-
সঠিক উত্তর: ঘ) chickens out
0
Updated: 4 weeks ago
“বানরের গলায় মুক্তোর মালা পড়ানো” is best represented by which English proverb?
Created: 1 month ago
A
Cast pearls before swine.
B
Charity begins at home.
C
Bright gem in a dark cave.
D
Cleanliness is next to godliness.
Cast pearls before swine একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো মূল্যবান কিছু এমন মানুষের কাছে দেওয়া যারা তা বোঝে বা মূল্যায়ন করতে পারে না।
-
বাংলা অর্থ: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো / উলু বনে মুক্তা ছড়ানো।
-
অর্থ: কাউকে এমন কিছু দেওয়া যা তার মূল্য বা গুরুত্ব বোঝার ক্ষমতার বাইরে।
-
অন্যান্য বিকল্প:
-
খ) Charity begins at home → পরিবারকে সাহায্যকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ।
-
গ) Bright gem in a dark cave → লুকানো প্রতিভা বোঝায়।
-
ঘ) Cleanliness is next to godliness → পরিচ্ছন্নতা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
-
0
Updated: 1 month ago
Sailing to Byzantium was written by
Created: 2 months ago
A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
✦ Sailing to Byzantium (কবিতা)
-
লেখক: William Butler Yeats
-
প্রকাশকাল: ১৯২৭
-
ধরণ: Lyric poem
-
বিশেষত্ব:
-
Remarkable lyricism
-
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো
-
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
-
পরিচয়: Irish poet, dramatist, essayist
-
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি
-
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
Irish nationalism
-
Mythology
-
Spirituality
-
-
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
The Wild Swans at Coole
-
The Tower
-
Easter 1916
-
The Winding Stair
-
Leda and the Swan
-
The Countess Cathleen
-
A Vision
0
Updated: 2 months ago