Emily Bronte's only novel is -
A
Agnes Grey
B
Middlemarch
C
Jane Eyre
D
Wuthering Heights
উত্তরের বিবরণ
Emily Bronte–এর একমাত্র উপন্যাস হলো Wuthering Heights, যা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে এবং লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছিলেন।
-
এই উপন্যাসকে ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার একটি অমূল্য সম্পদ ধরা হয়।
সারসংক্ষেপ
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র হলো এক এতিম বালক Heathcliff।
-
সে আশ্রয়দাতার পরিবারে বেড়ে ওঠে এবং মেয়ে Catherine Earnshaw–এর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে।
-
কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff গভীর আঘাত পেয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
ফিরে এসে সে বিপুল সম্পদের মালিক হয় এবং Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
প্রাক্তন প্রেমিকার পরিবারের প্রতিশোধ নিতে Catherine–এর ননদকে সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে, যদিও এই বিবাহ টেকে না।
-
Catherine মারা যায়, তার ভাই Hindley–ও মৃত্যুবরণ করে।
-
তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff–এর সন্তানও তাদের সঙ্গে যুক্ত হয়।
-
এভাবে গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলে, যেখানে প্রেম, প্রতিশোধ, পরিবার ও উত্তরাধিকারের জটিলতা ফুটে ওঠে।
Important Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff
Emily Bronte
-
তিনি ছিলেন Charlotte Bronte–এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস এবং তার প্রধান পরিচয়ের উৎস।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
Notable Works
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
Other Options
-
Agnes Grey – Anne Bronte
-
Middlemarch – George Eliot
-
Jane Eyre – Charlotte Bronte
0
Updated: 1 month ago
The Cocktail Party was written by
Created: 2 months ago
A
T. S Eliot
B
Jonathan Swift
C
G. B. Shaw
D
W. B. Yeats
✦ উত্তর
ক) T. S. Eliot
✦ The Cocktail Party
-
লেখক: T. S. Eliot
-
ধরণ: Play / verse drama in three acts
-
লিখিত: 1949
-
প্রকাশিত: 1950
-
ভিত্তি: Alcestis by Euripides
-
শৈলী: Morality play, presented as a comedy of manners
-
বিশেষত্ব: Eliot-এর সবচেয়ে commercially successful play, পূর্বের নাটকের তুলনায় আরও conventional এবং কম poetic
✦ T. S. Eliot (1888–1965)
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: September 26, 1888, St. Louis, Missouri, U.S.
-
মৃত্যু: January 4, 1965, London
-
বৈশিষ্ট্য: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক
-
পুরস্কার: 1948 সালে সাহিত্যে Nobel Prize
0
Updated: 2 months ago
His negative attitude is detrimental _____ team spirit.
Created: 2 months ago
A
with
B
in
C
to
D
at
Detrimental (Adjective)
সংজ্ঞা:
-
English: Causing or capable of causing harm
-
Bangla: ক্ষতিকর
ব্যবহার:
-
Detrimental-এর পরে সাধারণত preposition "to" বসে।
উদাহরণ বাক্য:
-
His negative attitude is detrimental to team spirit. ✅
-
Laziness is detrimental to success.
-
Excessive screen time can be detrimental to children's eyesight.
-
Pollution is highly detrimental to the environment.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Who wrote the poem 'The Collar'?
Created: 1 month ago
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
0
Updated: 1 month ago