The famous book "The Jungle Book" was written by -
A
Rudyard Kipling
B
James Joyce
C
Ernest Hemingway
D
Charles Dickens
উত্তরের বিবরণ
"The Jungle Book" একটি বিশ্ববিখ্যাত কৃতি, যা রচনা করেছিলেন Rudyard Kipling। এই বই শিশু ও প্রাপ্তবয়স্ক পাঠকদের কাছে সমানভাবে জনপ্রিয় এবং এর মাধ্যমে লেখক মানুষ ও প্রকৃতির সহাবস্থান, সংগ্রাম ও আত্মপরিচয়কে তুলে ধরেছেন।
-
The Jungle Book ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
The Second Jungle Book প্রকাশিত হয় ১৮৯৫ সালে।
সারসংক্ষেপ
-
এই গল্পের মূল চরিত্র Mowgli, যে ভারতীয় জঙ্গলে বেড়ে ওঠে।
-
তার পিতা-মাতাকে শিকারীরা হত্যা করলে সে একা হয়ে যায়।
-
এরপর Bagheera (একটি ব্ল্যাক প্যান্থার) ও Baloo (একটি ভালুক) তাকে উদ্ধার করে এবং তার অভিভাবকের মতো যত্ন নেয়।
-
Mowgli জঙ্গলের পশুদের সঙ্গে মিশে বড় হতে থাকে, শিকার ও জীবনধারার শিক্ষা পায়।
-
তাকে সবসময় সতর্ক থাকতে হয় শক্তিশালী শত্রু Shere Khan (একটি বাঘ) থেকে।
-
গল্পে তার সংগ্রাম, বন্ধুত্ব, বিশ্বাস এবং আত্মপরিচয় খোঁজার নানা দিক ফুটে উঠেছে।
Rudyard Kipling
-
জন্মগ্রহণ করেন ভারতে।
-
তিনি একজন সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন।
-
১৯০৭ সালে প্রথম ব্রিটিশ লেখক হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three
0
Updated: 1 month ago
The Shepheardes Calender is a collection of:
Created: 2 months ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems
2
Updated: 2 months ago
"All's Well That Ends Well" was written by which famous playwright?
Created: 2 months ago
A
Francis Bacon
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
All's Well That Ends Well উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি নাটক (১৬০১–০৫), যার কাহিনি Giovanni Boccaccio-র Decameron থেকে নেওয়া। নায়িকা হেলেনা, এক চিকিৎসকের কন্যা, কাউন্ট বার্ট্রামের প্রেমে পড়ে। রাজাকে সুস্থ করে হেলেনা পুরস্কার হিসেবে বার্ট্রামকে বিয়ে করে, কিন্তু বার্ট্রাম পালিয়ে যায় ও শর্ত দেয় আংটি এবং সন্তান হলে তাকে স্ত্রী মানবে। হেলেনা ছদ্মবেশে চালাকি করে শর্ত পূরণ করে, শেষে বার্ট্রাম তাকে মেনে নেয়।
William Shakespeare (১৫৬৪–১৬১৬) ইংল্যান্ডের কবি, নাট্যকার ও অভিনেতা, “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত। তাঁর রচনা ভাষার উৎকর্ষ, গভীর মানবিকতা ও নাট্যশৈলীর জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
বিখ্যাত নাটক: A Midsummer Night’s Dream, All’s Well That Ends Well, Antony and Cleopatra, Hamlet, Macbeth, Othello, King Lear, The Tempest ইত্যাদি।
উত্তর: গ) William Shakespeare
0
Updated: 2 months ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।
0
Updated: 1 month ago