'অনাথ' এর স্ত্রীলিঙ্গ কী?
A
অনার্থীনি
B
অনাথিনী
C
অনাথি
D
নাথবর্তী
উত্তরের বিবরণ
'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ অনাথিনী বা অনাথা।

0
Updated: 1 day ago
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?
Created: 1 month ago
A
বিশেষণ
B
অব্যয়
C
সর্বনাম
D
বিশেষ্য
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।

0
Updated: 1 month ago
‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?
Created: 1 month ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
'সাথী' শব্দটি উভয় লিঙ্গ নির্দেশ করে। এটি এমন একটি শব্দ, যা পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝাতে ব্যবহৃত হয়। তাই 'সাথী' শব্দটি উভয় লিঙ্গবাচক হিসেবে বিবেচিত হয়। আরও কিছু উভয় লিঙ্গ: বন্ধু, সাথী, শিক্ষক, লেখক, ডাক্তার, শিল্পী, গবেষক, নেতা, রাজনীতিক, খেলোয়াড়

0
Updated: 1 month ago
’আমি’ শব্দটি কোন লিঙ্গ?
Created: 1 month ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
‘আমি’ শব্দটি একটি সর্বনাম (pronoun), যা বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে। এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। তাই এটি সব লিঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ ✅

0
Updated: 1 month ago