In which book does the character "Napoleon" appear?
A
Animal Farm
B
Oliver Twist
C
Elegy Written in a Country Churchyard
D
The Merchant of Venice
উত্তরের বিবরণ
Napoleon চরিত্রটি উপস্থিত হয় Animal Farm–এ। এই উপন্যাসটি allegorical form–এ লেখা, যেখানে একটি গল্পকে অন্য গল্পের আড়ালে উপস্থাপন করা হয়। "Animal Farm" মূলত সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি–এর বিষয়গুলো গভীরভাবে অন্বেষণ করে।
Characters
-
মানুষ: Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper
-
পশু: Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel
George Orwell
-
তিনি Modern Period–এর একজন সুপরিচিত লেখক।
-
পরিচয়: English novelist, essayist, and critic
-
প্রকৃত নাম: Eric Arthur Blair
-
বিশেষভাবে পরিচিত Animal Farm এবং Nineteen Eighty-four–এর জন্য।
Notable Works
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four
Other Options
-
Oliver Twist → Charles Dickens
-
Elegy Written in a Country Churchyard → Thomas Gray
-
The Merchant of Venice → William Shakespeare

0
Updated: 6 hours ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 week ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Catastrophe is most closely associated with:
Created: 4 days ago
A
Comedy
B
Romance
C
Tragedy
D
Satire
Catastrophe হলো সাহিত্যে বিশেষত tragedy-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা গল্প বা নাটকের চূড়ান্ত পরিণতি নির্দেশ করে। এটি সাধারণত প্রধান চরিত্রের মৃত্যু বা গুরুতর বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত।
-
Catastrophe (আকস্মিক দূর্যোগ বা মহা দুর্ঘটনা) হলো ট্র্যাজেডির শেষ দৃশ্য, যেখানে নাটকের কার্যক্রম প্রধান চরিত্রের মৃত্যুর মাধ্যমে শেষ হয়।
-
অন্যভাবে বলা যায়, এটি হলো tragedy-এর ভয়ঙ্কর ফলাফল।
-
সাধারণত tragedy-তে ঘটে এবং denouement বা চূড়ান্ত সমাধানের সমার্থক শব্দ।
-
প্রধান চরিত্রের ত্রুটি বা ভুলের কারণে নাটকের শেষে তাকে মহাদুর্যোগে পতিত হতে হয়।
-
উদাহরণ: Doctor Faustus-এর শেষ দৃশ্যে Faustus ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু Lucifer তাকে নরকে নিয়ে যায়।
-
সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে, catastrophe হলো কাহিনির চূড়ান্ত সমাধান, যেখানে সমস্ত দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটে।
-
ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, এটি সাধারণত নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটি-র কারণে সংঘটিত হয়।

0
Updated: 4 days ago
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
Created: 1 week ago
A
Recapitulate
B
Elongate
C
Boredom
D
Perceptible
• Burden : Encumber :: Weariness : Boredom
• শব্দগুলোর অর্থ:
-
Burden (Noun) — ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন
-
Encumber (Verb) — বাধা; বোঝা; দায়
-
Weariness (Noun) — ক্লান্তি; অবসাদ
• Given options:
-
ক) Recapitulate (Verb) — (আলোচিত কোনো বিষয়ের) প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা
-
খ) Elongate (Verb) — দীর্ঘ করা; সম্প্রসারিত করা
-
গ) Boredom (Noun) — একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি
-
ঘ) Perceptible (Adjective) — প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ
• Analogical Relation:
-
'Burden' is synonymous with 'Encumber'. Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago