The novel "A Farewell to Arms" was written by -
A
Ernest Hemingway
B
William Shakespeare
C
George Orwell
D
Charles Dickens
উত্তরের বিবরণ
A Farewell to Arms হলো Ernest Hemingway–এর লেখা তৃতীয় উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে আত্মজীবনীমূলক উপাদান লক্ষ্য করা যায়, এবং “arms” শব্দের দ্ব্যর্থপূর্ণ ব্যবহার রয়েছে—অস্ত্র এবং প্রেমিকার হাত উভয়কেই বোঝানো হয়েছে।
Characters
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
সারসংক্ষেপ
-
কেন্দ্রীয় চরিত্র দুটি হলো Frederic Henry, একজন আমেরিকান লেফটেন্যান্ট, এবং Catherine Barkley, একজন ইংরেজ নার্স।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের পরিচয় ইটালিতে ঘটে।
-
Catherine সদ্য বিধবা হলেও তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর আহত হলে Catherine তাকে সারিয়ে তুলতে তৎপর থাকে, এবং এ সময় তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
-
Catherine গর্ভবতী হয়ে পড়ে, কিন্তু Frederic কে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। যুদ্ধ শেষে তিনি ফিরে এসে দেখতে পান Catherine অন্য শহরে চলে গেছে।
-
অবশেষে Frederic Catherine কে খুঁজে বের করে এবং তারা সুইজারল্যান্ডে পালিয়ে যায়। তবে Catherine বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়।
Ernest Hemingway (1899–1961)
-
তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
-
পুরো নাম Ernest Miller Hemingway।
-
তার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক করে তুলেছে।
-
প্রথম উপন্যাস The Sun Also Rises তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
-
সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
এছাড়া The Old Man and the Sea–এর জন্য ১৯৫৩ সালে Pulitzer Prize লাভ করেন।
Notable Works
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
-
In Our Time

0
Updated: 6 hours ago
There is only ____ water in the bottle.
Created: 3 weeks ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 3 weeks ago
'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
Created: 2 days ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
"If Winter comes, can Spring be far behind?"—এই বিখ্যাত লাইনটি কবি P. B. Shelley তাঁর প্রসিদ্ধ কবিতা Ode to the West Wind-এ লিখেছিলেন। নিচে কবিতা, কবি ও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
-
Ode to the West Wind কবিতাটি রচনা করেন P. B. Shelley।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতায় তিনি West Wind-কে destroyer and preserver বলে আখ্যায়িত করেছেন।
-
কবিতাটি লেখা হয় ১৮১৯ সালের ২৫ অক্টোবর, ইতালির ফ্লোরেন্স শহরের নিকটবর্তী Cascine Wood-এ, এবং বলা হয় এটি তিনি একটানা একটি বসায় সম্পূর্ণ করেছিলেন।
-
অনেকে মনে করেন, তাঁর পুত্র William-এর মৃত্যুজনিত শোকেই এই কবিতাটি লেখা হয়েছিল।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে যেমন সমাদর করেছেন, তেমনি এ শক্তির মধ্য দিয়েই তিনি বৈপ্লবিক চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক—এমন আশা ব্যক্ত করেছেন।
-
এই কবিতাটি Shelley-এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
-
কবিতাটি শেষ হয় এই বিখ্যাত প্রশ্নে: "If Winter comes, can Spring be far behind?"
-
উক্তিটি সাহিত্যিক পরিভাষায় Metaphor-এর উদাহরণ হিসেবেও বিবেচিত।
Shelley-এর কিছু বিখ্যাত উক্তি হলো:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark)।
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)।
P. B. Shelley সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poets হিসেবে গণ্য করা হয়।
-
তাঁর ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য আবেগপ্রবণ অনুসন্ধান ধীরে ধীরে কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে স্থান পেয়েছে।
-
মাত্র ২৯ বছর বয়সে ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু হয়।
তাঁর কিছু উল্লেখযোগ্য রচনা হলো:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
To a Skylark
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (play)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (play)
-
The Cloud
-
The Masque of Anarchy

0
Updated: 2 days ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 2 weeks ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 2 weeks ago