Which of the following plays was written by Ben Jonson?
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
উত্তরের বিবরণ
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare

0
Updated: 6 hours ago
FRAGILE: BREAK::
Created: 12 hours ago
A
invisible: see
B
erratic: control
C
flammable: burn
D
noxious: escape
• Correct Answer: flammable : burn
Explanation:
-
Analogy given: FRAGILE : BREAK
-
Fragile মানে ভঙ্গুর, এবং ভঙ্গুর জিনিস সহজেই break (ভেঙে) যায়।
-
-
অনুরূপভাবে:
-
Flammable মানে দাহ্য, এবং দাহ্য জিনিস সহজেই burn (পুড়ে) যায়।
-
Other options analysis:
-
Invisible → See ❌ (প্রত্যক্ষ বিপরীত সম্পর্ক, analogy নয়)
-
Erratic → Control ❌ (খামখেয়ালী বা অনিয়মিত নিয়ন্ত্রণযোগ্য নয়)
-
Noxious → Escape ❌ (ক্ষতিকর জিনিস পালাতে হয়, তবে সরাসরি causal সম্পর্ক analogue নয়)
Conclusion: Fragile : Break :: Flammable : Burn

0
Updated: 12 hours ago
The famous book "The Jungle Book" was written by -
Created: 6 hours ago
A
Rudyard Kipling
B
James Joyce
C
Ernest Hemingway
D
Charles Dickens
"The Jungle Book" একটি বিশ্ববিখ্যাত কৃতি, যা রচনা করেছিলেন Rudyard Kipling। এই বই শিশু ও প্রাপ্তবয়স্ক পাঠকদের কাছে সমানভাবে জনপ্রিয় এবং এর মাধ্যমে লেখক মানুষ ও প্রকৃতির সহাবস্থান, সংগ্রাম ও আত্মপরিচয়কে তুলে ধরেছেন।
-
The Jungle Book ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
The Second Jungle Book প্রকাশিত হয় ১৮৯৫ সালে।
সারসংক্ষেপ
-
এই গল্পের মূল চরিত্র Mowgli, যে ভারতীয় জঙ্গলে বেড়ে ওঠে।
-
তার পিতা-মাতাকে শিকারীরা হত্যা করলে সে একা হয়ে যায়।
-
এরপর Bagheera (একটি ব্ল্যাক প্যান্থার) ও Baloo (একটি ভালুক) তাকে উদ্ধার করে এবং তার অভিভাবকের মতো যত্ন নেয়।
-
Mowgli জঙ্গলের পশুদের সঙ্গে মিশে বড় হতে থাকে, শিকার ও জীবনধারার শিক্ষা পায়।
-
তাকে সবসময় সতর্ক থাকতে হয় শক্তিশালী শত্রু Shere Khan (একটি বাঘ) থেকে।
-
গল্পে তার সংগ্রাম, বন্ধুত্ব, বিশ্বাস এবং আত্মপরিচয় খোঁজার নানা দিক ফুটে উঠেছে।
Rudyard Kipling
-
জন্মগ্রহণ করেন ভারতে।
-
তিনি একজন সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন।
-
১৯০৭ সালে প্রথম ব্রিটিশ লেখক হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three

0
Updated: 6 hours ago
Which of the following best defines Alliteration?
Created: 2 days ago
A
Repetition of vowel sounds in nearby words
B
Repetition of synonym at the end of words
C
Repetition of consonant sounds at the beginning of words
D
A direct comparison using "like" or "as"
The required answer is Repetition of consonant sounds at the beginning of words.
Alliteration (অনুপ্রাস):
-
The repetition of a consonant sound at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি একটি সাহিত্যকৌশল, যা কবিতা বা গদ্যে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়।
-
Alliteration এর মাধ্যমে শব্দগুচ্ছের একটি ছন্দময় সৌন্দর্য তৈরি হয়, যা পাঠক বা শ্রোতার মনোযোগ সহজেই আকর্ষণ করে।
Examples of Alliteration:
1.
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনি বারবার এসেছে।
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুবার পুনরাবৃত্ত হয়েছে।
Other Options:
-
Repetition of vowel sounds in nearby words → Assonance
-
Repetition of consonant sounds at the end of words → Consonance
-
A direct comparison using “like” or “as” → Simile

0
Updated: 2 days ago