Who wrote "The Rime of the Ancient Mariner"?
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 6 hours ago
Who is Cassio in Shakespeare’s play "Othello"?
Created: 1 week ago
A
Othello’s trusted lieutenant
B
Othello’s enemy
C
Iago’s servant
D
Desdemona’s brother
বাখ্যা:
-
Othello হলো William Shakespeare-এর রচিত বিখ্যাত ট্র্যাজেডি, যেখানে মূল সংঘাত দাঁড়ায় ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার ওপর।
-
নাটকে Cassio ছিলেন Othello’s trusted lieutenant (বিশ্বস্ত সেনাপতি), যাকে পদোন্নতি দেওয়ায় Iago ঈর্ষান্বিত হয়।
-
এই ঈর্ষা থেকেই Iago ষড়যন্ত্র শুরু করে এবং Othello-কে বোঝায় যে Desdemona ও Cassio-র মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।
-
ষড়যন্ত্রের ফলে Othello ভুল করে Desdemona-কে হত্যা করে এবং পরে সত্য জানার পর নিজেই আত্মহত্যা করে।
-
সুতরাং Cassio-ই ছিলেন Othello’s trusted lieutenant, তাই সঠিক উত্তর ক) Othello’s trusted lieutenant।

0
Updated: 1 week ago
Who wrote the influential scientific work titled "The Origin of Species"?
Created: 3 weeks ago
A
Charles Darwin
B
Karl Marx
C
Thomas Babington Macaulay
D
John Stuart Mill
• The influential scientific work titled "On the Origin of Species" was written by – Charles Darwin.
• On the Origin of Species
-
১৮৫৯ সালে Darwin এই গ্রন্থটি রচনা করেন।
-
১৮৩১ সালে তিনি British Royal Navy এর জাহাজ HMS Beagle-এ করে বিশ্বজুড়ে পাঁচ বছরের সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।
-
এই ভ্রমণের সময় উদ্ভিদ ও প্রাণিজগত পর্যবেক্ষণ তাঁর Evolutionary Theory গঠনে সহায়তা করে।
-
এই বইয়ের মাধ্যমে তিনি Natural Selection মতবাদ উপস্থাপন করেন।
• Charles Darwin
-
তিনি একজন ইংরেজ প্রকৃতিবিদ (Naturalist)।
-
তিনি Natural Selection-এর মাধ্যমে Theory of Evolution প্রস্তাব করেন।
-
তিনি Agnostic ছিলেন।
-
তাঁর মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
-
তাঁর তত্ত্ব তৎকালীন ধর্মীয় সমাজকে চমকে দিয়েছিল।
• Notable Works
-
On the Origin of Species (1859),
-
The Descent of Man (1871),
-
The Voyage of the Beagle (1839)।
Source: Britannica

0
Updated: 3 weeks ago
According
to Sidney, poetry and history are the same.
Created: 3 months ago
A
No comment
B
None
C
True
D
False
Coming...

0
Updated: 3 months ago