What is the full name of the poet known as T. S. Eliot?
A
Thomas Samuel Eliot
B
Thomas Stearns Eliot
C
Theodore Samuel Eliot
D
Timothy Stephen Eliot
উত্তরের বিবরণ
T. S. Eliot–এর পূর্ণ নাম হলো Thomas Stearns Eliot। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, যিনি আধুনিক কবিতা ও নাটকে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন ২৬ সেপ্টেম্বর ১৮৮৮ সালে, St. Louis, Missouri, U.S.–এ এবং মৃত্যুবরণ করেন ৪ জানুয়ারি ১৯৬৫ সালে, লন্ডনে। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
Best Works (Poems)
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
His Known Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge

0
Updated: 6 hours ago
Identify the author of the quote:
"Books, the children of the brain."
Created: 1 day ago
A
William Wordsworth
B
Alexander Pope
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তর হবে Jonathan Swift। উক্তিটি তাঁর রচনা A Tale of a Tub থেকে নেওয়া হয়েছে।
A Tale of a Tub
-
এটি ১৬৯৬ থেকে ১৬৯৯ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
-
তিন খণ্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Swift-এর প্রথম প্রধান রচনা হিসেবে ধরা হয়।
-
এটি ছিল সাহিত্য ও ধর্মকে উগ্র পাণ্ডিত্যের হাত থেকে রক্ষার এক প্রাণবন্ত রচনা।
-
তাঁর সকল ব্যঙ্গরচনার মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কঠিন বলে বিবেচিত।
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Satirist হিসেবে খ্যাত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা ১৮শ শতাব্দীর একটি প্রসিদ্ধ ব্যঙ্গরচনা।
-
Gulliver’s Travels মোট চার খণ্ডে বিভক্ত।
-
তিনি প্রায়ই Isaac Bickerstaff নামে ছদ্মনাম ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (চিঠির সংকলন)
বিখ্যাত কিছু উক্তি
-
“Every man desires to live long, but no man wishes to be old.”
-
“Books, the children of the brain.”
-
“Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.”
-
“We are so fond of one another because our ailments are the same.”

0
Updated: 1 day ago
"Eliza Doolittle" is a famous character taken from-
Created: 4 days ago
A
The Doctor's Dilemma
B
Pygmalion
C
Man and Superman
D
Mrs. Warren's Profession
Eliza Doolittle হলো George Bernard Shaw-এর বিখ্যাত নাটক Pygmalion-এর প্রধান চরিত্র, যা ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস ও প্রেমের জটিলতা তুলে ধরে।
-
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কবিশিষ্ট একটি রোমান্টিক নাটক।
-
প্রথম মঞ্চায়ন ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
Characters of the play
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন নাট্যকার।
-
Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে Nobel Prize লাভ করেন।
-
তাঁর সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
Famous Plays of G.B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)

0
Updated: 4 days ago
Choose the correct spelling.
Created: 2 weeks ago
A
Exeggarate
B
Exaggerate
C
Exaggarate
D
Exoggerate
Correct Spelling and Meaning of "Exaggerate"
-
Spelling: Exaggerate (Verb)
-
English meaning: To make something seem larger, better, worse, or more important than it really is.
-
Bangla meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা
Example Sentence:
-
He exaggerated his role in the project to impress the manager.
-
Bangla: সে ম্যানেজারকে প্রভাবিত করতে প্রকল্পে নিজের ভূমিকা বাড়িয়ে বলেছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary

0
Updated: 2 weeks ago