What are the "two cities" referred to in the title "A Tale of Two Cities"?
A
Paris and Rome
B
London and Paris
C
London and Berlin
D
Rome and Berlin
উত্তরের বিবরণ
A Tale of Two Cities হলো Charles Dickens–এর রচিত একটি বিখ্যাত উপন্যাস, যেখানে দুই শহর—London এবং Paris—এর কাহিনি একসাথে ফুটিয়ে তোলা হয়েছে। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৯ সালে এবং ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে রচিত।
-
Two Cities বলতে এখানে London এবং Paris বোঝানো হয়েছে।
-
গল্পে প্রেম, ত্যাগ, সংগ্রাম এবং বিপ্লবের আবহ একসাথে ধরা পড়েছে।
Characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
প্রধান চরিত্র
-
Charles Darnay: একজন ফরাসি অভিজাত, যে নিজের পরিবারের অন্যায়ের জন্য অনুতপ্ত ছিল।
-
Sydney Carton: একজন হতাশাগ্রস্ত ইংরেজ আইনজীবী, যিনি Lucie Manette–এর প্রেমে পড়েন।
সারসংক্ষেপ
-
তরুণী Lucie Manette বিস্ময়ে জানতে পারে যে তার বাবা Dr. Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
তিনি এক অত্যাচারী অভিজাত পরিবারের ষড়যন্ত্রে নির্দোষ হয়েও দীর্ঘ সময় কারাভোগ করেন এবং সেই সময় মুচির কাজ শিখে নেন।
-
পরে Lucie বড় হয়ে প্যারিস থেকে বাবাকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay–এর, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
-
পরবর্তীতে তাদের জীবনে প্রবেশ করেন Sydney Carton, যিনি Lucie–এর প্রতি গভীর প্রেম অনুভব করেন।
-
কাহিনি ফরাসি বিপ্লবের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে চলে।
Charles Dickens (1812–1870)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ ঔপন্যাসিক।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
His Famous Works
-
David Copperfield (আত্মজীবনীমূলক)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 6 hours ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 3 weeks ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
The literary term “Epithalamion” refers to —
Created: 2 days ago
A
A poem celebrating marriage
B
A poem of lamentation
C
A type of drama focusing on witty dialogue
D
The selection of words in writing or speech
Answer: A poem celebrating marriage
Epithalamion:
-
A special type of wedding lyric written to celebrate marriage.
-
Sung or recited for the bride and groom during their wedding ceremony.
-
Originated in ancient Greek and Roman traditions, expressing joy, blessings, and good wishes for the newlyweds.
Example:
-
Edmund Spenser’s Epithalamion: Written on the occasion of his own marriage, celebrating love, nature’s beauty, divine blessings, and the happiness of the couple.
Note: Other options are not relevant to this specific poetic form.

0
Updated: 2 days ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
Let him answer the question honestly.
B
Let him to answer the question honestly.
C
Let him answering the question honestly.
D
Let him to answering the question honestly.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- তাই, answer verb-টি to-বিহীন infinitive form বসবে।

0
Updated: 1 week ago