Who is the author of the satirical poem "The Dunciad"?
A
Jonathan Swift
B
John Milton
C
Alexander Pope
D
Samuel Johnson
উত্তরের বিবরণ
"The Dunciad" একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা রচনা করেছিলেন Alexander Pope। এই রচনার মাধ্যমে তিনি তাঁর সমালোচকদের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন এবং ইংরেজি সাহিত্যে ব্যঙ্গকবিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
The Dunciad প্রথম প্রকাশিত হয় ১৭২৮ সালে তিন খণ্ডে, বেনামে।
-
পরবর্তীতে ১৭৪৩ সালে এটি চার খণ্ডে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়।
-
কবিতাটি মূলত iambic pentameter ছন্দে রচিত।
-
Dunc শব্দের অর্থ নির্বোধ, আর Dunciad শব্দের অর্থ নির্বোধদের মহাকাব্য।
-
কবি এখানে তাঁর সমালোচকদের অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক ভাষায় আক্রমণ করেছেন।
Alexander Pope
-
তিনি ছিলেন The Augustan Age–এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে অনেক সময় The Age of Pope বলা হয়, কারণ তাঁর সাহিত্যিক প্রভাব এই সময়কে প্রাধান্য দিয়েছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
His Famous Works
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Duncan
-
Memoirs of Martinus Scriblerus

0
Updated: 6 hours ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 1 month ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 1 month ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 6 hours ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare

0
Updated: 6 hours ago
In life, one should always adhere ___ one's plan.
Created: 12 hours ago
A
with
B
of
C
to
D
in
• Correct Answer: গ) to
Analysis of the sentence:
-
Complete sentence: In life, one should always adhere to one's plan.
-
Explanation:
-
"Adhere" means to stick firmly to or follow something.
-
This verb is always followed by the preposition "to".
-
Incorrect options like "adhere with," "adhere of," or "adhere in" are grammatically wrong.
-
Correct usage: adhere to one's plan → মানে “পরিকল্পনায় দৃঢ় থাকা”।
-

0
Updated: 12 hours ago