The famous book "The Jungle Book" was written by -
A
Rudyard Kipling
B
James Joyce
C
Ernest Hemingway
D
Charles Dickens
উত্তরের বিবরণ
"The Jungle Book" একটি বিশ্ববিখ্যাত কৃতি, যা রচনা করেছিলেন Rudyard Kipling। এই বই শিশু ও প্রাপ্তবয়স্ক পাঠকদের কাছে সমানভাবে জনপ্রিয় এবং এর মাধ্যমে লেখক মানুষ ও প্রকৃতির সহাবস্থান, সংগ্রাম ও আত্মপরিচয়কে তুলে ধরেছেন।
-
The Jungle Book ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
The Second Jungle Book প্রকাশিত হয় ১৮৯৫ সালে।
সারসংক্ষেপ
-
এই গল্পের মূল চরিত্র Mowgli, যে ভারতীয় জঙ্গলে বেড়ে ওঠে।
-
তার পিতা-মাতাকে শিকারীরা হত্যা করলে সে একা হয়ে যায়।
-
এরপর Bagheera (একটি ব্ল্যাক প্যান্থার) ও Baloo (একটি ভালুক) তাকে উদ্ধার করে এবং তার অভিভাবকের মতো যত্ন নেয়।
-
Mowgli জঙ্গলের পশুদের সঙ্গে মিশে বড় হতে থাকে, শিকার ও জীবনধারার শিক্ষা পায়।
-
তাকে সবসময় সতর্ক থাকতে হয় শক্তিশালী শত্রু Shere Khan (একটি বাঘ) থেকে।
-
গল্পে তার সংগ্রাম, বন্ধুত্ব, বিশ্বাস এবং আত্মপরিচয় খোঁজার নানা দিক ফুটে উঠেছে।
Rudyard Kipling
-
জন্মগ্রহণ করেন ভারতে।
-
তিনি একজন সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন।
-
১৯০৭ সালে প্রথম ব্রিটিশ লেখক হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three

0
Updated: 6 hours ago
No other boy in the class is as good as Reza. (make it comparative)
Created: 2 weeks ago
A
Reza is better than any other boy in the class.
B
Reza is better than most other boy in the class.
C
Reza is best than any other boy in the class.
D
Some boy in the class is better than Reza.
Rule to Convert “No other … as …” (Positive Degree) into Comparative Degree:
-
Identify the subject in the positive degree sentence (usually after “No other”).
-
Keep the main verb unchanged.
-
Change the positive adjective to its comparative form.
-
Use “than any other” after the comparative adjective.
-
Rearrange so that the original subject comes first in the comparative sentence.
Example:
-
Positive Degree: No other boy in the class is as good as Reza.
-
Comparative Degree: Reza is better than any other boy in the class.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 2 weeks ago
Sidney uses the story of Menenius to show:
Created: 3 months ago
A
The power of drama
B
The political use of poetry
C
How a story can change minds
D
The weakness of philosophy
Sidney Menenius-এর গল্প ব্যবহার করেছেন দেখানোর জন্য যে একটি গল্প মানুষের মন পরিবর্তন করতে পারে। Menenius একটি গল্প বলেছিলেন যা মানুষের মধ্যে মতবিরোধ বন্ধ করেছিল। এই গল্পটি রাজ্যের বিভিন্ন অংশকে একটি শরীরের অংশ হিসেবে তুলনা করেছিল। এটি মানুষের হৃদয় স্পর্শ করে তাদের বোঝাতে সাহায্য করেছিল। Sidney এই উদাহরণ দিয়ে প্রমাণ করতে চান যে গল্প বা কাব্যশিল্পের মধ্যে শিক্ষাদানের শক্তি আছে যা সরাসরি মানুষের আচরণ পরিবর্তন করতে পারে।

0
Updated: 3 months ago
In which Shakespearean play does the character "Claudio" appear?
Created: 11 hours ago
A
Measure for Measure
B
Macbeth
C
Othello
D
Hamlet
Claudio চরিত্রটি উপস্থিত আছে Measure for Measure নাটকে, যা William Shakespeare রচিত একটি ৫-act বিশিষ্ট Dark Comedy। এটি প্রায় ১৬০৩-০৪ সালে লেখা হয় এবং ১৬২৩ সালের প্রথম ফলিওতে প্রকাশিত হয়।
-
সারসংক্ষেপ:
-
Duke of Vienna অস্থায়ীভাবে ক্ষমতা Angelo-কে দেন
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে গর্ভবতী করেছে
-
Claudio-এর বোন Isabella, একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo-এর কাছে অনুরোধ করে
-
Angelo কুপ্রস্তাব দেয়—Claudio মুক্ত করতে হলে Isabella-কে তার সতীত্ব ত্যাগ করতে হবে, যা Isabella অগ্রাহ্য করে
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন
-
শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয় এবং Angelo-এর অন্যায় উদঘাটিত হয়
-
Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন, নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়
-
-
Characters:
-
Isabella, Vincentio, Claudio, Lord Angelo, Juliet, Mistress Overdone, ইত্যাদি
-
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
English poet, dramatist, এবং actor
-
প্রায়শই English National Poet বলা হয় এবং বিশ্বের সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত
-
রচনা করেছেন ৩৭টি নাটক
-
-
Notable Works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet, ইত্যাদি
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
-

0
Updated: 11 hours ago