মহাদেশীয় ভূত্বকের স্তরকে কি বলে?
A
সিয়াল
B
ভূত্বক
C
সিমা
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
ভূত্বক (Earth's Crust)
-
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায়, তাকে ভূত্বক বলা হয়।
-
ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার।
-
সমুদ্র তলদেশে ভূত্বকের পুরুত্ব গড়ে মাত্র ৫ কিলোমিটার।
ভূত্বকের স্তরসমূহ:
-
সিয়াল (Sial) স্তর: সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এ স্তরকে সিয়াল স্তর বলা হয়। এটি সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত।
-
সিমা (Sima) স্তর: সিয়াল স্তরের তুলনায় ভারী এবং প্রধান খনিজ উপাদান সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg)। অনুমান করা হয় যে, এ ব্যাসল্ট স্তর সারা পৃথিবীজুড়ে বহিরাবরণ ও গভীর সমুদ্র তলদেশে বিদ্যমান।
-
ভূত্বকের উপরের ভাগে বাহ্যিক অবয়ব যেমন: পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি দেখা যায়।
-
ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে ৩০° সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়।

0
Updated: 6 hours ago