নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A
অশ্রুজলে চোখ ভেসে গেল।
B
সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
C
অঙ্ক কষিতে ভুল করিওনা
D
আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
0
Updated: 1 month ago
নিচের কোনটি অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
চঞ্চলতা
B
গম্ভীরতা
C
স্বতঃপ্রণোদিত
D
গাম্ভীর্যতা
অপপ্রয়োগ শব্দের একটি উদাহরণ হলো “গাম্ভীর্যতা”। এটি আসলে ‘-তা’ এবং ‘-ত্ব’ প্রত্যয়ের মিশ্রণে গঠিত ভুল প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ হবে— গাম্ভীর্য অথবা গম্ভীরতা।
অন্যদিকে, শুদ্ধ প্রয়োগ হিসেবে গ্রহণযোগ্য শব্দগুলো হলো—
-
চঞ্চলতা
-
গম্ভীরতা
-
স্বতঃপ্রণোদিত
(উৎস:
0
Updated: 1 month ago
সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
Created: 1 month ago
A
রাজা মনি মোহন রায়
B
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
অক্ষয় কুমার দত্ত
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলার আদি গদ্যরূপকে তিনি ‘সাধুভাষা’ নামে আখ্যায়িত করেছিলেন। এই সাধুভাষা পরবর্তীকালে দীর্ঘদিন বাংলার গদ্যের প্রধান রূপ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
Created: 4 weeks ago
A
বিদ্বান
B
গায়ক
C
কোকিল
D
দাদা
গায়ক - গায়িকা, কোকিল - কোকিলা, দাদা - দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। 'বিদ্বান - বিদুষী' - ব্যতিক্রম।
0
Updated: 4 weeks ago