বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
A
মণিপুর
B
আসাম
C
ত্রিপুরা
D
মেঘালয়
উত্তরের বিবরণ
বাংলাদেশের সীমান্ত ও সীমান্তবর্তী অঞ্চল
-
মণিপুর:
-
এটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়।
-
-
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য:
১. আসাম
২. মিজোরাম
৩. ত্রিপুরা
৪. মেঘালয়
৫. পশ্চিমবঙ্গ -
বাংলাদেশের সীমান্ত জেলা:
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা: ৩০টি
-
মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা: ৩টি — কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান
-
মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি
-
রাঙামাটি জেলা ভারতের পাশাপাশি মায়ানমারের সাথেও সীমান্ত সংলগ্ন।
-

0
Updated: 6 hours ago
বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি?
Created: 3 weeks ago
A
টেকনাফ
B
আখাইনঠং
C
বাংলাবান্ধা
D
মনাকষা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
-
সর্বোত্তর:
-
স্থান: বাংলাবান্ধা
-
উপজেলা: তেঁতুলিয়া
-
জেলা: পঞ্চগড়
-
-
সর্বপূর্ব:
-
স্থান: আখাইনঠং
-
উপজেলা: থানচি
-
জেলা: বান্দরবান
-
-
সর্বপশ্চিম:
-
স্থান: মনাকষা
-
উপজেলা: শিবগঞ্জ
-
জেলা: চাঁপাইনবাবগঞ্জ
-
-
সর্বদক্ষিণ:
-
স্থান: ছেড়াদ্বীপ
-
উপজেলা: টেকনাফ
-
জেলা: কক্সবাজার
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
Created: 3 days ago
A
মণিপুর
B
ত্রিপুরা
C
D
মেঘালয়
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি হলো: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ
মণিপুর বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য নয়
বাংলাদেশের সীমান্ত সম্পর্কিত তথ্য:
-
ভারতের সাথে সীমান্তবর্তী জেলা: ৩০টি
-
মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা: ৩টি
-
মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি
-
রাঙামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী

0
Updated: 3 days ago
মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি সীমান্তবর্তী জেলা রয়েছে?
Created: 3 weeks ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা:- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
বাংলাদেশ দুইটি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে: ভারত ও মিয়ানমার।
-
ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩০টি।
-
মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী জেলা ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান)।
-
রাঙ্গামাটি জেলা হলো একমাত্র জেলা যেখানে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের যৌথ সীমান্ত আছে।
-
বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে।
-
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২টি রাজ্যের সীমান্ত রয়েছে।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 3 weeks ago