'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
বেশি লোভে ক্ষতি
B
অহঙ্কার পতনের মূল
C
অল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মুর্খতার পরিচয়
D
অর্থলোভ কুকর্মের সহায়ক
বাংলা প্রবাদ-প্রবচন সংক্ষিপ্তভাবে জীবন ও চরিত্রের নানা দিক প্রকাশ করে। এগুলো থেকে নৈতিক শিক্ষা নেওয়া যায়। নিচে কয়েকটি প্রবাদ-প্রবচনের অর্থ ও উদাহরণ দেওয়া হলো—
-
অতি দর্পে হত লঙ্কা অর্থ অহঙ্কারই পতনের মূল।
বাক্য: বেশি বাড়াবাড়ি করলে নিজেই ধরা পড়বে, জান না অতি দর্পে হত লঙ্কা। -
অতি লোভে তাঁতি নষ্ট অর্থ বেশি লোভ করলে ক্ষতি হয়।
-
অর্থই অনর্থের মূল অর্থ অর্থলোভ কুকর্মের সহায়ক।
-
অল্পবিদ্যা ভয়ঙ্করী অর্থ অল্প জ্ঞান থাকলেও বাড়াবাড়ি করলে মূর্খতার পরিচয় দেয়।
উৎস:
0
Updated: 1 month ago
'বিদিত' এর বিপরীতার্থক শব্দ -
Created: 1 month ago
A
অবগত
B
খ্যাত
C
অজ্ঞাত
D
অনুরাগ
বাংলা ভাষায় শব্দের বিপরীতার্থক রূপ ব্যবহারের মাধ্যমে ভাষাকে আরও সমৃদ্ধ করা হয়। ‘বিদিত’ শব্দের বিপরীতার্থক হলো অজ্ঞাত। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
বিদিত অর্থ: জেনেছে, এমন; জ্ঞাত; অবগত; খ্যাত।
-
অজ্ঞাত অর্থ: অজানা; অবিদিত; অপ্রকাশিত।
-
অনুরাগ → বিরাগ (বিপরীতার্থক সম্পর্কের আরেকটি উদাহরণ)।
উৎস:
0
Updated: 1 month ago
'অন্তর্ভুক্তিমুলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
Created: 3 months ago
A
৫
B
৬
C
৭
D
৮
সঠিক উত্তর: খ) ৬।
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দের উচ্চারণ বিশ্লেষণ
‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দটি উচ্চারণ করলে এতে ৬টি অক্ষর পাওয়া যায়।
উচ্চারণ: অন্-তোর্-ভুক্-তি-মূ-লক
মোট অক্ষর: ৬টি
অক্ষর
অক্ষর (ইংরেজি: syllable) হচ্ছে এমন একটি ধ্বনি বা ধ্বনির অংশ, যা একবারে উচ্চারণ করা যায়।
তাই একে শব্দাংশও বলা হয়।
অক্ষরের প্রকারভেদ
অক্ষর দুই ধরনের হতে পারে:
-
মুক্ত অক্ষর: যেগুলো একটানে টানা যায় না।
উদাহরণ: ক / লা -
বদ্ধ অক্ষর: যেগুলো টানা যায়।
উদাহরণ: দিন / রাত
আরেকটি উদাহরণ
‘বিশ্ববিদ্যালয়’ শব্দে রয়েছে ৫টি অক্ষর:
বি + শ্ব + বি + দ্যা + লয় = মোট ৫টি অক্ষর
তথ্যসূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ছন্দ-অক্ষর বিশ্লেষণ গ্রন্থ
0
Updated: 3 months ago