কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
A
শনি ও ইউরেনাস
B
বুধ ও শুক্র
C
পৃথিবী ও মঙ্গল
D
মঙ্গল ও বৃহস্পতি
উত্তরের বিবরণ
বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ
-
বুধ গ্রহ (Mercury)
-
সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে সূর্যের সবচেয়ে নিকটবর্তী।
-
ব্যাস: ৪,৮৫০ কিমি।
-
সূর্য প্রদক্ষিণের সময়: ৮৮ দিন।
-
বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি বা পানি নেই।
-
উপগ্রহ নেই।
-
-
শুক্র গ্রহ (Venus)
-
পৃথিবীর তুলনায় সূর্যের নিকটতম দ্বিতীয় গ্রহ।
-
গড় তাপমাত্রা অন্যান্য সকল গ্রহের চেয়ে বেশি।
-
বায়ুমণ্ডল রয়েছে (প্রধানত কার্বন ডাইঅক্সাইড), কিন্তু উপগ্রহ নেই।
-

0
Updated: 6 hours ago