হাইফেন কোথায় বসে?
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
উত্তরের বিবরণ
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
সব মাছগুলোর দাম কত।
B
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
C
অতিলোভে তাতী নষ্ট।
D
কোনোটিই নয়
নিচে কিছু অশুদ্ধ ও সংশোধিত বাংলা বাক্যের উদাহরণ দেওয়া হলো। এগুলো মূলত সঠিক বানান ও বাক্যগঠন শেখার জন্য প্রযোজ্য।
-
অতিলোভে তাতী নষ্ট → অতিলোভে তাঁতি নষ্ট
-
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না → ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না
-
সব মাছগুলোর দাম কত → মাছগুলোর দাম কত
উপরিউক্ত অপশনে সবগুলো বাক্য অশুদ্ধ।
0
Updated: 1 month ago
"কথাটা আমার স্মৃতিপটে জাগরূক আছে।" - বাক্যটি কোন বিবেচনায় অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
প্রত্যয়সাধিত শব্দের ভুল প্রয়োগ
B
অসঙ্গতিপুর্ণ অশুদ্ধ শব্দের প্রয়োগ হয়েছে
C
বানান ভুল আছে
D
বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
বাক্যটি “কথাটা আমার স্মৃতিপটে জাগরূক আছে।”-এ অশুদ্ধ শব্দপ্রয়োগ ঘটেছে। এখানে “জাগরূক” শব্দটি ব্যবহার করা অনুচিত, কারণ এর অর্থ সজাগ বা হুঁশিয়ার, যা স্মৃতির সঙ্গে প্রাসঙ্গিক নয়।
স্মৃতির ক্ষেত্রে উপযুক্ত শব্দ হলো “অঙ্কিত”, যার অর্থ খোদিত, গভীরভাবে মনে গেঁথে থাকা। ফলে বাক্যটির শুদ্ধ রূপ হবে—
“কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে।”
অন্য অপশনসমূহের বিশ্লেষণ:
-
প্রত্যয়সাধিত শব্দের ভুল প্রয়োগ: নেই
-
বানান ভুল: নেই
-
বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ: নেই
0
Updated: 3 weeks ago
'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
Created: 1 month ago
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।
0
Updated: 1 month ago