কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
A
চিলেকোঠার সেপাই
B
আগুনের পরশমণি
C
একাত্তরের দিনগুলি
D
পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরের বিবরণ
আগুনের পরশমণি' উপন্যাস
- হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - আগুনের পরশমণি।
- উপন্যাসে ১৯৭১ সালের জুলাই মাসে অবরুদ্ধ ঢাকা শহরের সামগ্রিক চালচ্চিত্র অংকিত হয়েছে।
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়েছে।
- এই উপন্যাসে অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক। এভাবেই এই উপন্যাসের কাহিনি শুরু হয়েছে।
অন্যদিকে,
- ঊনসত্তরের গণ-অভ্যত্থান নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধকালীন দিনলিপি।
- পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক।
--------------------------
হুমায়ূন আহমেদ
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- অনীল বাগচীর একদিন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
বাংলা সাহিত্যে পত্রোপন্যাসের জনক কে?
Created: 2 months ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
প্রকাশিত: ১৩৩৪ বঙ্গাব্দে
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত
-
প্রধান চরিত্র: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বিদ্রোহী কবি; আধুনিক বাংলা গানের জগতে বুলবুল
রচিত উপন্যাস: বাঁধন-হারা, কুহেলিকা, মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, জিঞ্জির, প্রলয় শিখা, সন্ধ্যা
0
Updated: 2 months ago
‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 5 months ago
A
চরিত্রহীন
B
গৃহদাহ
C
কৃষ্ণকান্তের উইল
D
সংসপ্তক
কৃষ্ণকান্তের উইল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালীন সময়ে বিতর্কিত উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে ঘিরে বঙ্কিমচন্দ্র নিজের শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছেন। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ প্রকাশ পেয়েছিল।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
রোহিণী
-
গোবিন্দলাল
-
ভ্রমর
অন্যদিকে,
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এর চরিত্রগুলো হলো সতীশ, সাবিত্রী, দিবাকর ও কিরণময়ী।
‘গৃহদাহ’ শরৎচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস, যার চরিত্রগুলো হলো সুরেশ, মহিম ও অচলা।
সংশপ্তক উপন্যাসটি শহীদুল্লাহ কায়সারের লেখা। এতে প্রধান চরিত্রগুলো হলো রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান এবং রামদয়াল।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তাঁর জন্ম। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তাঁর ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। এছাড়া তিনি ‘সাম্য’ নামক গ্রন্থের রচয়িতা।
বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
Created: 3 months ago
A
দুর্গেশনন্দিনী
B
কপালকুণ্ডলা
C
কৃষ্ণকান্তের উইল
D
রজনী
দুর্গেশনন্দিনী
-
দুর্গেশনন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বাংলা উপন্যাস।
-
"দুর্গেশনন্দিনী" শব্দের মানে হলো কোনো দুর্গের প্রধান ব্যক্তির কন্যা।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হিসেবে পরিচিত।
-
উপন্যাসটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
-
এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম তিলোত্তমা।
উল্লেখযোগ্য অন্যান্য চরিত্রগুলো হলো:
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
আয়েশা
-
বিমলা
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক। তিনি ছিলেন বাংলা নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালে, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর লেখা প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ – এটি ইংরেজিতে লেখা হয়েছিল।
-
তাঁর প্রথম বাংলা উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হলো দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
-
তিনি ‘ললিতা তথা মানস’ (১৮৫৬) নামে একটি কাব্যগ্রন্থও রচনা করেন, এটি ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
তাঁর লেখা দ্বিতীয় বাংলা উপন্যাস হলো ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)।
-
বঙ্কিমচন্দ্রের তিনটি বিখ্যাত উপন্যাসের নাম হলো: আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম — যেগুলো একত্রে তাঁর ত্রয়ী উপন্যাস নামে পরিচিত।
● তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া এবং ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ — ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago