পর্বত থেকে কম উচ্চতা বিশিষ্ট খাড়া, উঁচু সমতল ভূমিকে কী বলা হয়?
A
হ্রদ
B
মালভূমি
C
সমভূমি
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
মালভূমি (Plateau)
-
সংজ্ঞা: পর্বত থেকে কম উচ্চতা, তবে সমভূমি থেকে অধিক উচ্চতার খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
মালভূমির ধরণ (অবস্থানের ভিত্তিতে):
১. পর্বত মধ্যবর্তী মালভূমি (Intermontane Plateau)
-
পর্বতের মধ্যখানে অবস্থান।
-
উদাহরণ: তিব্বত মালভূমি।
২. পাদদেশীয় মালভূমি (Piedmont Plateau)
-
পর্বতের পাদদেশে বিস্তৃত।
-
উদাহরণ: দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া।
৩. মহাদেশীয় মালভূমি (Continental Plateau)
-
সমুদ্র বা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমি।
-
উদাহরণ: ভারতীয় উপদ্বীপ।

0
Updated: 6 hours ago
পামির মালভূমি কোথায় অবস্থিত?
Created: 6 hours ago
A
পূর্ব ইউরোপে
B
দক্ষিণ আমেরিকায়
C
উত্তর আফ্রিকায়
D
মধ্য এশিয়ায়
পামির মালভূমি (Roof of the World):
-
পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমি।
-
উচ্চতা: প্রায় ১৬,০০০ ফুট (সমুদ্রপৃষ্ঠ থেকে)।
-
অবস্থান: মধ্য এশিয়া।
-
পামির পর্বতমালাকে ঘিরে এর বিস্তার।
-
বিস্তৃত দেশসমূহ: তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন ও পাকিস্তানের কিছু অংশ।
-
বৈশিষ্ট্য: বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল।
-
উপাধি: পৃথিবীর ছাদ।

0
Updated: 6 hours ago