'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
A
অযথা তর্ক করা
B
অযথা রাগারাগি করা
C
অযথা তোষামোদ
D
অযথা আলসেমি করা
উত্তরের বিবরণ
'আমড়াগাছি করা' বাগধারার অর্থ 'প্রতারণাপূর্ণ তোষামোদ '।
0
Updated: 1 month ago
কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।
0
Updated: 2 months ago
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি–
Created: 2 months ago
A
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
B
দুর্বল ও ব্যক্তিহীন
C
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
D
গম্বীর অথচ কর্মপটু
বাংলা বাগধারায় “নদের চাঁদ” বলতে বোঝায় এমন একজন মানুষ, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, চাঁদের মতো আকর্ষণীয়, কিন্তু কর্মে সম্পূর্ণ অযোগ্য বা অকর্মণ্য। অর্থাৎ, বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু ভেতরে কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।
যেমন—“ওকে নিয়ে ভরসা করা যায় না, নদের চাঁদ ছাড়া আর কিছু নয়।”
0
Updated: 2 months ago