'Memorandum' এর পরিভাষা কী?
A
পরীক্ষাগার
B
গণসংযোগ
C
স্মারকলিপি
D
অবতরণ
উত্তরের বিবরণ
'Memorandum ' শব্দের পারিভাষাঃ স্মারকলিপি; চিঠি; চিরকুট; চীরকুট; নোট; ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘটনাদির তালিকা; ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক ) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।
0
Updated: 1 month ago
'Null and Void'-এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
বাতিল
B
পালাবদল
C
মামুলি
D
নিরপেক্ষ
Null and Void
English Meaning: Something that has no legal force, effect, or binding power.
In simple words: Invalid.
Bangla Meaning: কোনো কিছুর কার্যকারিতা না থাকা বা বাতিল হিসেবে গণ্য হওয়া।
উদাহরণ: যদি কোনো চুক্তি নিয়ম মেনে তৈরি না হয়, তবে সেটি null and void অর্থাৎ কার্যকারিতা হারায়।
উৎস: Accessible Dictionary
0
Updated: 2 months ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি
0
Updated: 2 months ago
Blue print – এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
চলচ্চিত্র
B
জীবনবৃত্তান্ত
C
প্রতিচিত্র
D
পটভূমি
"Blueprint" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র, যার অর্থ হলো একটি খসড়া বা পরিকল্পনার নির্ভুল নকশা বা রূপরেখা, যা সাধারণত ভবন নির্মাণ বা প্রকল্প তৈরির পূর্বধাপে ব্যবহার করা হয়।
0
Updated: 2 months ago