কোন বানানটি শুদ্ধ?
A
আশীষ
B
শিরচ্ছেদ
C
দ্বন্দ্ব
D
মুমুর্ষু
উত্তরের বিবরণ
'দ্বন্দ্ব' শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রুপ হলো - দ্বি + দ্বি।
0
Updated: 1 month ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।
0
Updated: 1 month ago
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 1 month ago
A
ষ্টেশন
B
মাষ্টার
C
সংস্কার
D
পোষ্ট
• ‘সংস্কার’ – ‘ষ-ত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ।
ষ-ত্ব বিধান অনুযায়ী:
-
কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য।
-
বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়।
উদাহরণ:
-
ষ্টেশন, পোষ্ট, মাস্টার – এগুলো ইংরেজি শব্দ, তাই ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
-
সঠিক বানান: পোস্ট, মাস্টার, স্টেশন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 3 weeks ago
A
চিকীর্ষা
B
চকুস্মান
C
মুমূর্ষু
D
রুক্ষ
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, তৎসম শব্দে ‘ক’ ও ‘র’-এর পরে সাধারণত দন্ত্য ‘স’ নয়, বরং মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে বানান নির্ধারণ করলে শব্দের ধ্বনি ও রূপ দুটিই প্রমিত থাকে।
উদাহরণ:
‘ক’-এর পরে: চক্ষু (ক্ষ = ক্ + ষ), চক্ষুষ্মান, রুক্ষ, ভিক্ষা, ভিক্ষুক।
‘র’-এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা।
সুতরাং, ‘চকুস্মান’ অশুদ্ধ, এর শুদ্ধ প্রমিত রূপ হলো ‘চক্ষুষ্মান’।
0
Updated: 3 weeks ago