'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।
উত্তরের বিবরণ
'Look before you leap'- এর সরল অনুবাদঃ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি ও না। অথাৎ, কোন কাজ করার পূর্বে তার সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।

0
Updated: 9 hours ago
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Created: 2 weeks ago
A
পাঁচ
B
তিন
C
দুই
D
চার
গঠন অনুসারে শব্দ ২ প্রকার। মৌলিক শব্দ: গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
'গৃহকর্তা' কোন সমাস?
Created: 1 week ago
A
অব্যয়ীভাব
B
উপনাম কর্মধারয়
C
ষষ্ঠী তৎপুরুষ
D
সমানাধিকরণ বহুব্রীহি
✦ ষষ্ঠী তৎপুরুষ সমাস
Definition / সংজ্ঞা:
-
ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো সেই সমাস যেখানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ‘র’ বা ‘এর’ লোপ হয়ে যায়।
Examples / উদাহরণ:
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
Additional Examples:
-
জনগণ
-
ছাত্রসমাজ
-
দেশসেবা
-
বিড়ালছানা

0
Updated: 1 week ago
কোনটি ’মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ?
Created: 4 days ago
A
মহা + ঋষি
B
মহ + ঋষি
C
মহা + ঝষি
D
মর্হ + ঋষি
’মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = মহা + ঋষি =(মহর্ষি)।
- এটি একটি স্বরসন্ধির উদাহরণ।
উল্লেখ্য,
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
- অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়,
- পরি + ঈক্ষা = পরীক্ষা;
- মরু + উদ্যান = মরূদ্যান;
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- মহা + ঋষি = মহর্ষি;
- শীত + ঋত = শীতার্ত;
- জন + এক = জনৈক;
- বন + ওষধি = বনৌষধি;

0
Updated: 4 days ago