সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
A
গুরুদোষ
B
লঘুদোষ
C
মিশ্রদোষ
D
গুরুচণ্ডালী
উত্তরের বিবরণ
সাধু ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ মিশ্রণকে 'গুরুচণ্ডালী দোষ' বলে। “ধরণীর মধ্যে সবচেয়ে বড় জিনিস জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে।” উল্লিখিত অশুদ্ধ বাক্যটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে তা গুরুচণ্ডালী ভাষা-দোষে দুষ্ট।

0
Updated: 9 hours ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকাটির ভূমিকা সবচেয়ে বেশী?
Created: 3 days ago
A
শিখা
B
সংবাদ প্রভাকর
C
সবুজপত্র
D
বঙ্গদর্শন
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে তথ্য:
-
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
-
‘সবুজপত্র’ হলো ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদিত একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে
-
প্রকাশকাল: প্রায় ১৩ বছর
-
পত্রিকাটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে

0
Updated: 3 days ago
চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয়–
Created: 2 weeks ago
A
সাধু ভাষা
B
প্রমিত ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
উপভাষা
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে প্রমিত ভাষা বলে। প্রমিত ভাষা বলা ও লেখার উপযোগী। এটি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্যসংলাপের উপযোগী। প্রমিত ভাষা কালের প্রবাহে অনেক পরিবর্তিত হয়।

0
Updated: 2 weeks ago
'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
Created: 1 month ago
A
চলিত রীতি
B
সাধু রীতি
C
মিশ্র রীতি
D
আঞ্চলিক রীতি
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য
-
তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়: সাধু ভাষায় সংস্কৃত বা তৎসম শব্দ বেশি ব্যবহার করা হয়।
-
ভাষার রূপ একই থাকে: এই ভাষার ধরণ সব সময় এক থাকে, সময় বা এলাকার পরিবর্তনে এর কোনো পরিবর্তন হয় না।
-
গাম্ভীর্য ও আভিজাত্য: তৎসম শব্দ ব্যবহারের কারণে এই ভাষায় একটা আভিজাত্য ও গুরুত্ব বোঝায়।
-
নিয়ম মেনে চলে: এই ভাষার প্রতিটি শব্দ ও বাক্য গঠনে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়।
-
শুধু লেখায় ব্যবহার হয়: সাধু ভাষা সাধারণত কথাবার্তায় নয়, লেখা বা বইয়ের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। বক্তৃতা বা আলোচনায় এটি স্বাভাবিক শোনায় না।
-
পূর্ণরূপ ব্যবহৃত হয়: এই ভাষায় সর্বনাম (যেমন: আমি, তুমি) ও ক্রিয়াপদের (যেমন: করিয়াছি, গিয়াছিল) পূর্ণরূপ ব্যবহার হয়।
উৎস: অষ্টম শ্রেণির ব্যাকরণ বই এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago